Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব সাঁতারে হতাশ করলেন জুয়েল


২২ জুলাই ২০১৯ ১৭:৫০

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে হতাশ করলেন বাংলাদেশের জুয়েল রানা। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৬৩ জনের মধ্যে জুয়েল হয়েছেন ৬২তম। এই ইভেন্টে হিট পেরিয়ে সেমি ফাইনালে ওঠা ১৮ প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের টাইমিং ৫৪ দশমিক ০৭ সেকেন্ড।

সোমবার (২২ জুলাই) দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় পুলে নামেন বাংলাদেশের সেরা সাঁতারু জুয়েল রানা। সেখানে তার টাইমিং ছিল ১ মিনিট ৫ সেকেন্ড।

বিজ্ঞাপন

গত মার্চে জাতীয় প্রতিযোগিতায় নিজের সেরা টাইমিং করেছিলেন জুয়েল। তখন সময় নিয়েছিলেন ১ মিনিট ০.৭৬ সেকেন্ড।

এর আগে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৮৭ জনের মধ্যে ৭৮তম হয়েছেন বাংলাদেশের আরেক সাঁতারু আরিফুল ইসলাম। তিনি সময় নেন ১ মিনিট ৭.৭৪ সেকেন্ড।

সারাবাংলা/এমআরপি

জুয়েল রানা বিশ্ব সাঁতার