Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন ইন্দুলেখা মারী


১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩১

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন’র (বিএসপিএ) সিনিয়র সদস্য ইন্দুলেখা মারী আর নেই। রোববার (১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় রাজধানীর মিরপুরস্থ হার্ট ফাউন্ডেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিরপুর ১০-এর এজি চার্চে প্রার্থনাসভা শেষে তার মরদেহ নারিন্দার খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হবে।

ইন্দুলেখা মারী ছিলেন প্রখ্যাত ফুটবলার চিং হ্লা মং মারীর সহধর্মিনী। ১৯৮০ সালে তিনি সহ-সম্পাদক হিসেবে পাক্ষিক ক্রীড়াজগতে যোগ দেন। ২০০৬ সালে তিনি অবসর নেন।

বিএসপিএ’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইন্দুলেখা মারী বিএসপিএ

বিজ্ঞাপন

কুয়েটের হল খুলছে আজ
২৩ এপ্রিল ২০২৫ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর