Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালি ফেস্টিভালে তৃতীয় বাংলাদেশ ভ্যাটেরান্স হকি দল


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ষষ্ঠ বালি হকি ফেস্টিভালে বোল বিভাগে তৃতীয় হয়েছে হকি ভ্যাটেরান্স বাংলাদেশ দল। বিভিন্ন দেশের প্রবীণ হকি খেলোয়াড়দের নিয়ে গঠিত ভ্যাটেরান্স দলের অংশগ্রহণে প্রতি বছর বালিতে আয়োজিত হয় এই আসর। এবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল ২০টি দল।

এই আয়োজনে অংশগ্রহণকারী হকি ভ্যাটেরান্স বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন জাতীয় দলের সাবেক তারকা ও বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী সদস্য খাজা তাহের লতিফ মুন্না ও সহ-অধিনায়কত্ব করেন হাবিবউল্লাহ হাবিব।

বোল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হকি ভ্যাটেরান্স থাইল্যান্ড দল। পুরো আসরে মোট চার ম্যাচে ১টি জয়, ২টি ড্র ও ১টি ম্যাচে হেরেছে হকি ভ্যাটেরান্স বাংলাদেশ।

বিজ্ঞাপন

ফেস্টিভালের সমাপনী দিনে দলের হয়ে ট্রফি গ্রহণ করেন টিম লিডার ও বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত এবং দলীয় ম্যানেজার ও বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন।

বালি ফেস্টিভাল ভ্যাটেরান্স বাংলাদেশ