রোমান সানাকে সংবর্ধনা দিল আনসার
২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৯
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসারের তীরন্দাজ রোমান সানাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, খিলগাঁওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদ্য এশিয়া কাপ স্টেজ-৩ ওয়ার্ল্ড র্যাংকিং প্রতিযোগিতায় রোমান সানা ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, রোমান সানাকে সংবর্ধনা দেন এবং সবধরনের সুযোগ সুবিধার আশ্বাস দেন। এছাড়াও তিনি অলিম্পিক গেমসে অংশগ্রহণের মাধ্যমে বাহিনী তথা দেশের সম্মান বিশ্বের দরবারে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, এনডিসি, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল কামাল মামুন, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ শাহাবুদ্দিন ও পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মোঃ নূরুল হাসান ফরিদীসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সরকারি চাকুরি থাকা সত্বেও প্রাইজমানিসহ অন্যান্য সবধরনের সুযোগ সুবিধার আশ্বাস পেয়ে তীরন্দাজ রোমান সানা খুশিতে আপ্লুত হন।