Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলশূন্য বিরতিতে ফ্রান্স-ডেনমার্ক


২৬ জুন ২০১৮ ২০:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

গ্রুপ ‘সি’র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স-ডেনমার্ক। মঙ্গলবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়াম মাঠে নামে দুই দল। বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে পেরু।

এদিকে, একই সময়ে সোচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে পেরু। এরই মধ্যে দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ফ্রান্স শেষ ষোলো নিশ্চিত করেছে। তবে এক ম্যাচ জয় আর এক ম্যাচ ড্র করা ডেনমার্ক আজ শেষ ষোলো নিশ্চিত করতেই মাঠে নেমেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে তারা। দুই ম্যাচ হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে পেরু। আর দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা অস্ট্রেলিয়াও পিছিয়ে আছে অনেকটাই।

ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টির আবেদন করেছিল ডেনমার্ক। তবে, সেই আবেদনে সাড়া দেননি রেফারি। ১৫ মিনিটের মাথায় ফ্রান্সের তারকা গ্রিজম্যান-দেম্বেলের দারুণ প্রচেষ্টা ব্যর্থ হয় ডেনমার্কের ডিফেন্সে। ২৯ মিনিটে গ্রিজম্যানের ক্রস কোনো সতীর্থের দেখা না পেলে গোল পাওয়া হয়নি ফরাসিদের। পাল্টা আক্রমণে ফ্রান্সের ডিফেন্স চেঁড়া পাস দিয়েছিলেন ডেনমার্কের ব্রাথওয়েইট। তবে, এ যাত্রায়ও গোল আদায় করে নিতে পারেনি কোনো ডেনিশ খেলোয়াড়।

৩৪ মিনিটের মাথায় ডেনমার্কের ডি-বক্সের অনেক দূর থেকে জোরালো শট নেন বার্সা তারকা ফ্রান্সের দেম্বেলে। তবে, গোলপোস্টের গাঁ-ঘেষে বল বাইরে চলে যায়। ৩৭ মিনিটে আরেকটি ফরাসি আক্রমণ রুখে দেয় ডেনমার্কের ডিফেন্ডাররা। ডি-বক্সে বল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আগেই উল্টে পড়ে যান গ্রিজম্যান।

বিজ্ঞাপন

৪০ মিনিটে গ্রিজম্যানের জোরালো শট নিজের গ্লাভসবন্দি করেন ডেনমার্কের গোলরক্ষক। ৪৩ মিনিটের মাথায় অলিভের জিরুদ ডেনমার্কের বক্সে ফাঁকায় বল পেলেও গোলবারের উপর দিয়ে শট নেন, নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে ফরাসিরা। পরের মিনিটে দেম্বেলের শটও আকাশে উড়ে। প্রথমার্ধের বাকি সময়ে কোনো দলই গোল করতে পারেনি।

এবারের আসরে দারুণ খেলা উপহার দিয়ে চলেছে গ্রুপ পর্বে সবার ওপরে থাকা ফ্রান্স। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে, আর দ্বিতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সবার ওপরে থেকেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে ফ্রান্সের। এবার দল নির্বাচনে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যের দিকেই ঝুঁকেছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এর মধ্যে বড় ভরসা হিসেবে পগবা-গ্রিজমানরা তো আছেনই, আছেন নবীন ওসমান দেম্বেলে, নাবিল ফেকির, এমবাপে, উমতিতিরা। কাগজে কলমে এই দলটা বিশ্বসেরা হতেই পারে।

বিশ্বকাপে ১৪ বার অংশ নিয়ে ৫ বার সেমিফাইনাল আর ২ বার ফাইনাল খেলে ১৯৯৮ সালে শিরোপা জিতেছিল ফ্রান্স। এবার রাশিয়া বিশ্বকাপে ফেভারিট তালিকায় অনেকটাই এগিয়ে আছে তারা।

ডেনমার্ক প্রথম ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করেছিল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। বিশ্বকাপে ৪ বার অংশগ্রহণের মধ্যে ডেনমার্কের সেরা অর্জন ১৯৯৮ সালের কোয়ার্টার ফাইনাল। তবে গ্রুপ পর্ব পার হতে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে সেরাটাই দিতে হচ্ছ তাদের।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর