Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকা সিরিজেও অনিশ্চিত তাসকিন?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৯:৪৮

আরব আমিরাত ও পাকিস্তান সফরের দলে নেই তাসকিন আহমেদ

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের সাথে তাসকিন আহমেদের নামটাও আলোচনায় ছিল দীর্ঘদিন। তাসকিন নিজেও সাম্পতিক বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন, বিসিবি চাইলে তিনি টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিতে ইচ্ছুক। কিন্তু এই পথে তাসকিনের সবচেয়ে বড় বাধা তার চোট প্রবণতা। বাম পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি পাওয়ায় মিস করেছেন ঘরের মাঠের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ।

ম্যাচ ফিটনেস না থাকায়  রাখা হয়নি আসন্ন আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও। চিকিৎসার জন্য বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা এই ডানহাতি পেসারকে আসন্ন জুন-জুলাইয়ের শ্রীলংকা সফরে পাওয়া নিয়েও আছে প্রশ্ন। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্টও খেলবে বাংলাদেশ, যা আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অংশ। সেই সফরে তাসকিনের মতো অভিজ্ঞ পেসারের না থাকা হতে পারে বাংলাদেশের জন্য চিন্তার কারণ।

বিজ্ঞাপন

আজ (রবিবার) আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, শ্রীলংকা সফরে তাসকিনের খেলা না খেলা নিয়ে আছে শঙ্কা। লিপু বলেন, ‘আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ মিস করবে তাসকিন। এর মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া চলবে তার। শ্রীলংকায় পূর্ণাঙ্গ সিরিজের আগে তাসকিনের অবস্থা আমরা পর্যবেক্ষন করব। এরপর সিদ্ধান্ত নেব।’

মূলত বাম পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির জন্য গত ২৭ এপ্রিল ইংল্যান্ড গিয়েছেন তাসকিন। সেখানে গত ২৯ ও ৩০ এপ্রিল দুইজন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। জানা গেছে, কোনো সার্জারি ছাড়াই স্বাভাবিক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে খেলায় ফিরতে পারবেন ৩০ বছর বয়সী এই পেসার।

বিজ্ঞাপন

এই চোট প্রবণতার জন্যই তাকে অধিনায়ক হিসেবে ভাবেনি বিসিবি। এই প্রসঙ্গে বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের ব্যাখা, ‘তাসকিনের শারিরিক অবস্থা এমন যে ওকে লোড ম্যানেজমেন্ট করে খেলাতে হবে। এভাবে বিরতি নিয়ে যদি খেলতে হয় তাহলে ওই ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে দেখা অনেক সময় সম্ভব হয় না। কিন্তু আমরা ওকে লিডার হিসেবেই দেখছি, ওর সেই গুণ আছে। কখনও যদি এমন হয় যে তাসকিনের লোড ম্যানেজমেন্ট চিন্তা করে খেলাতে হচ্ছে না তখন ওকে নিয়ে অধিনায়কের চিন্তা করা যাবে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলে তাসকিন এবারের ডিপিএলেও তিনটির বেশি ম্যাচ খেলতে পারেননি। এবারের মৌসুমের রানার আপ মোহামেডানের হয়ে তিন ম্যাচে ৮ উইকেট নেন এই ডানহাতি পেসার।

সারাবাংলা/জেটি

গাজী আশরাফ হোসেন লিপু তাসকিন আহমেদ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর