Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়ী ম্যাচে পেরুর জয়, অস্ট্রেলিয়ার বিদায়


২৬ জুন ২০১৮ ২২:০০

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া-পেরু। দুই ম্যাচ হেরে আগেই বিদায় নেওয়া পেরু ২-০ গোলের জয় তুলে নিয়েছে। আর তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে।

সোচিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে পেরু। প্রথমার্ধের ১৮ মিনিটে ক্যারিলোর গোলে লিড নেয় পেরু। আর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন গুয়েররো।

এদিকে, টানা দুই ম্যাচ জয়ে আগেই ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ফ্রান্স শেষ ষোলো নিশ্চিত করে। তবে এক ম্যাচ জয় আর এক ম্যাচ ড্র করা ডেনমার্ক শেষ ষোলো নিশ্চিত করতেই ফরাসিদের বিপক্ষে অন্য ম্যাচে লড়েছে। ফরাসি-ডেনিশদের ম্যাচটি গোলশূন্য হয়। ফলে, ‘সি‘ গ্রুপে ফ্রান্স ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো। আর ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ডেনমার্ক। ৩ পয়েন্ট পাওয়া পেরু আর ১ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো।

৩৬ বছর পর বিশ্বকাপে ফিরে হোঁচট খেতে হয়েছে পেরুকে। আগের দুটি ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয় তাদের। সত্তরের দশকে যারা বিশ্বকাপে পর পর দুইবার কোয়ার্টার ফাইনালে খেলেছিল, তারাই আর খেলতে পারেনি। রাশিয়া বিশ্বকাপে এসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো। তবে সবচেয়ে বড় সারথী যিনি হতে পারতেন, তিনিই এবার ছিলেন না পেরু দলে। পাওলো গেরেরো পেরুর অধিনায়কই শুধু নন, সবচেয়ে বড় তারকা। কিন্তু ডোপ-পাপের জন্য বিশ্বকাপ পর্যন্ত নিষিদ্ধ হয়েছিলেন তিনি, তার শূন্যতার কারণেই হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হলো পেরুকে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ২০০৬ সালের বিশ্বকাপ আসরে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল অস্ট্রেলিয়া। তবে এরপরের দুবারের চেষ্টায়ও পার করতে পারেনি প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে যেতে পেরুর বিপক্ষে বড় জয় তুলে নিতে হতো অস্ট্রেলিয়াকে, তাকিয়ে থাকতে হয় ফ্রান্স-ডেনমার্ক ম্যাচের দিকেও। বিশ্বকাপে ৪ বার অংশগ্রহণে অস্ট্রেলিয়ার সেরা অর্জন ২০০৬ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর