পর্তুগালের পরীক্ষা নেবে উরুগুয়ে, রাশিয়ার চেয়ে এগিয়ে স্পেন
২৬ জুন ২০১৮ ২২:১৭ | আপডেট: ২৬ জুন ২০১৮ ২৩:০৩
।।জাহিদ হাসান এমিলি।।
হ্যাভিয়েট ফেভারিট না হলেও ফেভারিট হিসেবে বিশ্বকাপে এসেছে উরুগুয়ে। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলেছে তারা। প্রত্যেক ম্যাচে ইম্প্রুভমেন্ট দেখার মতো। এ বিশ্বকাপে দারুণ কিছু করতে পারে লাতিন আমেরিকার দলটি। আরেকটি বড় বিষয়-গ্রুপ পর্বেই দলের সেরা দুই তারকা লুইস সুয়ারেজ আর এডিসন কাভানী ফর্মে ফিরেছে। এবং গোল করেছে। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে দল।
বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপুটে রাশিয়াকে যেভাবে তারা হারিয়েছে তাতে উরুগুয়েকে প্রশংসা না করলেই নয়। এ দলকে নিয়ে শেষ চার আশা করা যায়ই। ফেভারিট হিসেবে শেষ ১৬তে পা রেখেছে উরুগুয়ে।
নক আউট পর্বে তাই পর্তুগালের বড় বাধা হবে উরুগুয়ে। স্পেনের বিপক্ষে যে পর্তুগালকে যেভাবে দেখা গিয়েছিল পরে সেই রূপটা দেখা যায়নি। একা রোনালদো বলতে গেলে কাঁধে বইয়ে নিয়ে গেছে। চার গোল করে নক আউটে পা রাখতে বড় অবদান তারই। শেষ ম্যাচে ইরানের বিপক্ষে অবশ্য পেনাল্টি মিস করে উরুগুয়েকে এড়ানোর সুযোগ নষ্ট করেছে রোনালদো। তা নাহলে হয়তো তুলনামূলক দুর্বল রাশিয়াকে পেতো ইউরো চ্যাম্পিয়নরা।
আমার কাছে তাই মনে হয় উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে থাকবে পর্তুগাল। রোনালদো ছাড়া দলের পারফর্মেন্স বলার মতো নেই। শেষ ম্যাচে ম্যাজিকাল গোল করে দলকে বাঁচিয়েছে কারিজমা। নাহলে পর্তুগালের জন্য নক আউটে যাওয়া কঠিন ছিল। তারপরেও বলবো যে দলে রোনালদোর মতো ফুটবলার আছে সে দল চাঙা থাকবে। তবে চাপ বেশি থাকবে পর্তুগালেরই। তবে বিশ্বকাপের বেস্ট ম্যাচগুলোর একটি হবে মনে হচ্ছে।
নক আউট পর্বের অন্য ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে নামবে রাশিয়া। স্পেনের জন্য ম্যাচটা সহজ হবে মনে হচ্ছে। যদিও এগিয়ে রাখবো স্পেনকেই। কাগজে-কলমে যে দল নিয়ে এসেছে সেটা শেষ ম্যাচে মরক্কোর সঙ্গে দেখা যায় নি। ইরানের সঙ্গেও ভুগতে হয়েছিল রক্ষণভাগের দুর্বলতার কারণে।
ভুলত্রুটিগুলো ধরে যদি স্পেন তাদের শক্তিকে কাজে লাগাতে পারে তাহলে রাশিয়ার সঙ্গে জিতে যাবে তারা। ঘরের মাঠে রাশিয়াও চাইবে স্পেনকে চেপে ধরার।
এদিকে ফ্রান্স আর ডেনমার্ক নক আউট পর্বে কোয়ালিফাই করেছে। দু’দলকে এই গ্রুপের ফেভারিট হিসেবে ধরেছিলাম আগে। দুইদলই দারুণ খেলে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের উপর নজর থাকবে ফ্রান্স-ডেনমার্কের। গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়াকে পাচ্ছে ডেনমার্ক এটা নিশ্চিত। আর নাইজেরিয়া-আইসল্যান্ড আর আর্জেন্টিনার মধ্যে একটি দলকে পাচ্ছে ফ্রান্স।
বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক