বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
৫ মে ২০২৫ ২৩:৫৭ | আপডেট: ৬ মে ২০২৫ ০০:০৯
আগামী জুন-জুলাইতে শ্রীলংকায় গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আট বছর পর শ্রীলংকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এই সিরিজের জন্য চূড়ান্ত সূচি ঘোষণা করেছে শ্রীলংকা।
দীর্ঘ সফরে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই টেস্ট সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ঢুকবে বাংলাদেশ, শ্রীলংকা দুই দলই।
আগামী ৩ জুন পাকিস্তান সিরিজ শেষ হবে বাংলাদেশের। তার ১০ দিন পরই শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দিবেন টাইগাররা।
টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর। ১৭ মে গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। ৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ২, ৫ ও ৮ জুলাই। সিরিজের প্রথম ম্যাচটা হবে কলম্বাতে। বাকি দুটি পাল্লেকেলেতে। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে- ১০, ১৩ ও ১৬ জুলাই। এই সিরিজের প্রথম ম্যাচ হবে পাল্লেকেলেতে। দ্বিতীয় ম্যাচটি ডাম্বুলায় ও তৃতীয়টি কলম্বোতে।
সারাবাংলা/এসএইচএস