Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ২০:০৫ | আপডেট: ৭ মে ২০২৫ ২০:১১

দুর্দান্ত বোলিং দাপটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচটা হলো বাংলাদেশি ব্যাটারদের দাপটময়। দুর্দান্ত দুটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের দুই ব্যাটার নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুই সেঞ্চুরির দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আজ ৮৭ রানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

বিজ্ঞাপন

বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৩৪৪ রান তোলে বাংলাদেশ। পরে কিউইরা গুটিয়ে গেছে ২৫৭ রানেই।

বাংলাদেশ ‘এ’ দলের ৩৪৪ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়েছিল নিউজিল্যান্ডের। ওপেনিং জুটিতে ৫২ রান তোলেন সফরকারী দুই ওপেনার। ওপেনার ডেল ফিলিপস দারুণ ইতিবাচক মেজাজে রান বাড়াচ্ছিলেন। কিন্তু দলীয় ৯৯ রানের মাথায় শরিফুল ইসলামের বলে ফিলিপস ফিরলে গতি হারায় নিউজিল্যান্ড। ফেরার আগে মাত্র ৫৪ বল খেলে ১৪টি চার ২টি ছয়ে ৭৯ রান করেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছেন সফরকারীরা। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২৫৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৫০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী।

এর আগে ব্যাটিং দাপট দেখিয়েছেন নুরুল হোসেন সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। শুরুতে ওপেনার পারভেজ হোসেন ইমনকে (৮) হারানো বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে ৭৩ রান তোলেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়। দুজন ক্রিজে সেট হলেও অবশ্য ইনিংস বড় করতে পারেননি কেউই।

বিজ্ঞাপন

৪১ বলে ৪০ রান করে ফিরেছেন নাঈম শেখ। এনামুল হক বিজয় ৩৪ বল খেলে ৩৯ রানে আউট হয়েছেন। বাকি গল্পটা সোহান আর অঙ্কনের। কিউই বোলারদের তেমন কোনো সুযোগই দেননি দুজন। চতুর্থ উইকেট জুটিতে ২২৫ রানের জুটি গড়েন দুজন। সেঞ্চুরি পেয়েছেন দুজনই।

অবশ্য ইনিংসের শেষ দিকে আউট হয়েছেন দুজনই। ফেরার আগে ১০১ বল খেলে ৭টি করে চার-ছয়ে ১১২ রান করেছেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া নুরুল হাসান সোহান। মাহিদুল অঙ্কন ১০৮ বল খেলে ৭টি চার ৫টি ছক্কায় ১০৫ রান করেছেন। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানে থামে বাংলাদেশ ‘এ’ দল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ‘এ’ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর