Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিফাইনাল হেরে লামিনের খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৫ ১৫:১০ | আপডেট: ৭ মে ২০২৫ ১৫:১১

লামিন ইয়ামাল

বার্সেলোনা-ইন্টার মিলান; আরও একটা চ্যাম্পিয়নস লিগ ক্লাসিক। গত রাতে সান সিরোতে ইন্টারের বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা লড়াই করল সমানে সমানে। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অবশ্য ৭ গোলের থ্রিলারে জয়ী দলের নাম ইন্টার মিলান। বার্সাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে দশ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার দুয়ারে ছিল আসরজুড়ে দারুণ ফুটবল খেলা বার্সেলোনা। তাদের যাত্রা থামল এখানেই। অমন হারের পরও অবশ্য হার মানছেন না বার্সেলোনার লামিন ইয়ামাল। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে লেখা ভক্তদের উদ্দেশে এক খোলা চিঠিতে এই স্প্যানিস ফরোয়ার্ড জানান, যেকোনো মূল্যে তারা চ্যাম্পিয়নস লিগ জিতবেন।

ইয়ামাল লেখেন, ‘যতক্ষণ না এই প্রিয় ক্লাবকে সবার ওপরে নিয়ে যেতে পারছি, ততক্ষণ থামব না। আমি প্রতিজ্ঞা করলাম, বার্সেলোনায় এই ট্রফি নিয়ে আসব। যতক্ষণ না অর্জন হচ্ছে, ততদিন থামছি না।’

প্রাণান্ত চেষ্টার পরেও ছিটকে পড়তে হয়েছে বার্সেলোনাকে। এই বছরটা নিজেদের ছিল না উল্লেখ করে ইয়ামাল আরও লেখেন, ‘আমরা নিজেদের সবটা দিয়েই চেষ্টা করেছি, কিন্তু এই বছর জিততে পারলাম না। তবে আমরা ফিরব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রবিবারে আরেকটা ফাইনাল (এল ক্লাসিকো), সেই ম্যাচেও আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’

সর্বশেষ কোপা ডেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। আগামী রবিবার এই মৌসুমের লা লিগায় বার্সার মাঠে ফিরতি লেগের এল ক্লাসিকোতে খেলবে দুই দল।

সারাবাংলা/জেটি

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা লামিন ইয়ামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর