ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে অলরাউন্ডার মিরাজ
৭ মে ২০২৫ ১৬:৪০ | আপডেট: ৭ মে ২০২৫ ২৩:০৫
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজ সেরা। চট্টগ্রাম টেস্টে একা হাতে দলকে জিতিয়ে সিরিজে ফিরিয়েছেন সমতা। এরপর জায়গা পেয়েছেন ‘আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ’-এর এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকাতেও। এবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়েও এগোলেন মিরাজ।
আজ (বুধবার) আইসিসি র্যাংকিং য়ের সাপ্তাহিক হাল নাগাদের পর টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়েছন মিরাজ। ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা র্যাংকিং দ্বিতীয় অবস্থানে। এর আগে তার ক্যারিয়ার সেরা রেটিং ছিল ২৯৫, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, তার রেটিং পয়েন্ট ৪০০। মিরাজের পারফরম্যান্সের পর এক ধাপ অবনমন হয়েছে মার্কো ইয়ানসেনের। চার নম্বরে প্যাট কামিন্স, পাঁচে আছেন সাকিব আল হাসান, ছয় নম্বর অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। শীর্ষ দশের বাকি চার সদস্যই ইংল্যান্ডের; জো রুট, গাস অ্যাটকিনসন, বেন স্টোকস ও ক্রিস ওকস।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর অলরাউন্ডারদের র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলামও। ক্যারিয়ার সেরা ১১০ রেটিং পয়েন্ট নিয়ে এই বাঁহাতি স্পিনারের অবস্থান এখন ৩৯। সাথে বোলারদের র্যাংকিংয়েও ৭ ধাপ উন্নতি হয়েছে তার, বর্তমান র্যাংকিং ১৬; যা বাংলাদেশি বোলারদের মধ্যে শ্রেষ্ঠ।
ব্যাটারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির পর ৮ ধাপ এগিয়ে এখন ৫৫তম অবস্থানে এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান লিটন দাসের, ৩৮ তম। এক ধাপ করে এগোনো মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর অবস্থান যথাক্রমে ৪৭ ও ৫২।
বোলারদের র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতির পর মিরাজের অবস্থান ২৪তম। ৬ ধাপ এগিয়ে আসা আরেক স্পিনার নাঈম হাসানের র্যাংকিং ৫৪।
সারাবাংলা/জেটি
আইসিসি র্যাংকিং নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসান