Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাক-ভারত সংঘাত: যুব ফুটবলাদের খোঁজ রাখছে বাফুফে

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৫ ১৭:২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে গত মঙ্গলবার ভারতের অরুণাচলে গিয়েছেন বাংলাদেশের যুব ফুটবলাররা। সেদিন মধ্য রাত থেকেই শুরু হয়েছে ভারত-পাকিস্তানের সংঘাত। দুই দেশের আক্রমণ-পাল্টা আক্রমণে বিরাজ করছে উত্তেজনা। দুই প্রতিবেশী  রাষ্ট্রের এমন সংঘাতে মাঝে তাই প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। তাই ভারতে অবস্থান করা যুব ফুটবলারদের নিয়মিত খোঁজখবর রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

আজ (বুধবার) বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘যেখানে যুদ্ধ চলছে সেখান থেকে অরুণাচল অনেক দূরে। এখন পর্যন্ত যুদ্ধের কোনো প্রভাব এইদিকে পড়েনি। তারপরও আমরা সতর্ক নজর রাখছি। কারণ যুদ্ধ পরিস্থিতি যেকোনো সময় যেকোনো জায়গায় সমস্যা তৈরি হতে পারে।’

এই প্রসঙ্গে বাফুফে সহ-সভাপতি আরও বলেন, ‘আমাদের এ বিষয়ে নজরদারি আছে। প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছি এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকই। আজ বিকালে আমাদের ছেলেদের অনুশীলন করার কথা রয়েছে।’

টার্ফের মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ। আগামী ৯ মে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। ১১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গী নেপাল ও শ্রীলংকা।

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ যুব ফুটবল দল ভারত-পাকিস্তান যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর