Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবে বাংলাদেশে আসছেন সামিত?

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৫ ১৭:৩৯

সামিত সোম

বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, সামিত সোম ধাপে ধাপে অতিক্রম করেছেন এর সব গুলো। জন্ম নিবন্ধন, পাসপোর্ট থেকে শুরু করে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমতি; সবগুলোই সম্পন্ন করেছেন কানাডা প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার। গতকাল (মঙ্গলবার) ফিফার অনুমতি পাওয়ার পর বাকি ছিল এএফসির রেজিষ্ট্রেশন, সেটার আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে বাফুফে। এবার অপেক্ষা সামিতের দেশে ফেরার।

বিজ্ঞাপন

বাংলাদেশের ৩৯তম খেলোয়াড় হিসেবে এএফসিতে নিবন্ধন হয়েছে। জুনের ৩ অথবা ৪ তারিখ বাংলাদেশে আসতে পারেন এ মিডফিল্ডার। আজ (বুধবার) বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই তথ্য।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে সামিতের। এর আগে ৫ জুন আরেকটি প্রীতি ম্যাচ আয়োজনের কথাও ভাবছে বাফুফে। প্রীতি ম্যাচে সামিত খেলবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।

কানাডা প্রবাসী সমিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। এর আগে কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি। যে কারণে অপেক্ষায় থাকতে হয়েছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের।

সারাবাংলা/এফএম

ফাহাদ করিম বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সামিত সোম হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর