এক ম্যাচ জিতলেই প্লে অফে গুজরাট-বেঙ্গালুরু
৭ মে ২০২৫ ১৮:৪১
দেখতে দেখতে শেষ দিকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। জমে উঠেছে প্লে অফের লড়াই। যেখানে আর একটি করে ম্যাচ জিতলেই শেষ চারে জায়গা নিশ্চিত হয়ে যাবে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শুবমান গিলের গুজরাট। সমান সংখ্যক ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়েও দ্বিতীয় অবস্থানে বেঙ্গালুরু। নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রজত পতিদার-বিরাট কোহলিরা।
গ্রুপ পর্বে গুজরাটের হাতে এখনও বাকি আছে আরও তিন ম্যাচ। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষ বলে হারিয়ে অনেকটাই নিশ্চিত করে ফেলেছে প্লে অফ। আর একটা ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৮; যা প্লে অফে ওঠার জন্য যথেষ্ট। কিন্ত বাকি তিন ম্যাচের সবগুলো হেরে গেলে বাদ পড়ে যাবে প্লে অফের দৌড় থেকে। অবশ্য গুজরাটের পরের তিন ম্যাচের দুটোই তাদের ঘরের মাঠে। যেখানে এবারের মৌসুমে তাদের জয়ের রেকর্ড ৪-১।
দ্বিতীয় অবস্থানে থাকা বেঙ্গালুরুরও বাকি আছে তিন ম্যাচ। প্রথমটা প্রতিপক্ষের মাঠে, পরের দুটি ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্লে অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে তারা। এদিকে গত সোমবার সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়াতে এবং গতকাল রাতে গুজরাট-মুম্বাই ম্যাচে গুজরাটের জয়ের পর আরও স্পষ্ট হয়েছে আরসিবির প্লে অফের আশা। বাকি তিন ম্যাচের একটা জিতলেই কোহলিরা উঠবেন প্লে অফে।
সারাবাংলা/জেটি
আইপিএল গুজরাট টাইটান্স বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুবমান গিল