বাংলাদেশের ভক্তদের উদ্দেশে সামিতের বার্তা
৮ মে ২০২৫ ১৫:০৫
বাংলাদেশের হয়ে খেলতে যেসব প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল, তার সবই পেরিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম।জন্ম নিবন্ধন, পাসপোর্ট থেকে শুরু করে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমতি, এএফসির রেজিষ্ট্রেশন; সবগুলোই সম্পন্ন করেছেন তিনি। এবার অপেক্ষা তার দেশে ফেরার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে আগামী ৩ বা ৪ জুন বাংলাদেশে আসবেন সামিত।
বাংলাদেশের জার্সি গায়ে ফুটবলে পা ছোঁয়ানোর আগেই অবশ্য তারকা খ্যাতি পেয়েছেন সামিত। হামজা চৌধুরীর পর তাকে নিয়েও দেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সেটা সুদূর কানাডা থেকেও টের পাচ্ছেন কাভালরি এফসির হয়ে খেলা এই মিডফিল্ডার। তাই (বৃহস্পতিবার) বাফুফেতে পাঠানো এক ভিডিওতে ভক্তদের এই সমর্থনের জবাবে ধন্যবাদ জানা্লেন সামিত।
বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট হওয়া সেই ভিডিওতে সামিত বলেন, ‘হ্যালো সবাইকে, আমি সামিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছি। দারুন এই সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে খেলানোর জন্য এই প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করেছেন। সবাইকে ধন্যবাদ।’
গতকাল (বুধবার) বাংলাদেশের ৩৯তম খেলোয়াড় হিসেবে এএফসিতে নিবন্ধন হয়েছে সামিতের নাম। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে সামিতের। এর আগে ৫ জুন আরেকটি প্রীতি ম্যাচ আয়োজনের কথাও ভাবছে বাফুফে। প্রীতি ম্যাচে সামিত খেলবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।
সারাবাংলা/জেটি