Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তান সংঘাত: প্রভাব পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৫:২১ | আপডেট: ৮ মে ২০২৫ ১৫:২৩

ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের প্রভাব পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে, এমন শঙ্কা দেখা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। এই সূচিতে পাকিস্তান, ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে। কিন্তু চলমান সংঘাতময় পরিস্থিতিতে সেই সিরিজগুলো ঠিক সময়ে হবে কিনা সন্দেহ।

চলতি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। সূচিটা এমন যে, পাকিস্তান যাওয়ার আগে শরজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেখান থেকে পাকিস্তান গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিজ্ঞাপন

কিন্তু এই দুই সিরিজ নিয়েই শঙ্কা। চলমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাতে চাইবে কিনা বা সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে কিনা সেটা বড় প্রশ্ন। আর পাকিস্তান সিরিজটা যদি এখন না হয় সেক্ষেত্রে আরব আমিরাত সিরিজটাও হয়ত থমকে যাবে। কারণ আরব আমিরাত সিরিজ চূড়ান্তই হয়েছিল পাকিস্তান সিরিজের কথা মাথায় রেখে। এখন পাকিস্তান সিরিজই যদি না হয় তবে শুধু আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলার জন্য বিসিবি দল পাঠাতে চাইবে কিনা সেটা বড় প্রশ্ন।

বিসিবি ইতোমধ্যেই এই সফরের ভবিষ্যত নিয়ে আলোচনা করেছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ বোর্ডের দু-চারজন পরিচালককে নিয়ে আলোচনা করেছেন। তাতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, বৈঠকের সবাই আগামী ১০ তারিখ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা ভেবেছেন। ১০ তারিখের পর আবারও একটি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বোর্ড।

বিজ্ঞাপন

এদিকে, টাইম অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সংঘাতময় পরিস্থিতি ২০২৫ সালের এশিয়া কাপ এবং ভারতীয় দলের বাংলাদেশ সফরেও প্রভাব  ফেলতে পারে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। শেষ পর্যন্ত এই সিরিজ হয় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে টাইম অফ ইন্ডিয়ার প্রতিবেদনে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর