এক নজরে রোহিতের টেস্ট ক্যারিয়ার
৮ মে ২০২৫ ১৫:৫১
রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছিলেন বিশ্বকাপ জিতে মাঠ থেকে। দলকে নেতৃত্ব দিয়েছেন ১০ বছর পর জেতা আন্তর্জাতিক শিরোপায়। টেস্ট ক্রিকেট ছাড়ার গুঞ্জনও ভেসে বেড়াচ্ছিল গত বছর থেকেই। খবরও চাউর হয়েছিল বোর্ডার -গাভাস্কার ট্রফিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। যদিও সেই সিরিজে মেলবোর্ন টেস্টের পর আর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তার। অবশেষে গতকাল টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি।
ভারতের হয়ে দীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ার তার। ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক। আর অভিষেকেই বাজিমাৎ, ১৭৭ রানের ইনিংস খেলেন ৬ নম্বরে নেমে। এরপর খেলেছেন আরও ৬৬টি টেস্ট। মোট ৬৭ টেস্টের ১১৬ ইনিংসে ব্যাট করে ৪৩০১ রান করেছেন রোহিত। ব্যাটিং গড় ৪০.৫৭, সেঞ্চুরি আছে ১২টি, ফিফটি ১৮টি।
ক্যারিয়ারের শুরুর দিকে মিডল অর্ডারে ব্যাট করলেও ২০১৫ সাল থেকে নিয়মিত ওপেনার হিসেবে টেস্টে যাত্রা শুরু হয় রোহিতের। শেষ ১০ বছরের হিসেবে টেস্ট ওপেনার হিসেবে তার চেয়ে বেশি রান করতে পারেননি ভারতের আর কেউ। ৩৮ ম্যাচে ২৬৯৭ রান করেছেন ৪২.৮০ গড়ে।
গতকাল ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় রোহিত লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যাবাদ।’
সারাবাংলা/জেটি