Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিতের পর কে হচ্ছেন ভারতের টেস্ট অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৫ ১৬:৩১

ভারতের টেস্ট অধিনায়ক হতে পারেন শুবমান গিল

আনুষ্ঠানিক ঘোষণায় দীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন রোহিত শর্মা। তার অবসরের পর নেতৃত্বে তৈরি হয়েছে শূন্যতা। ভারতের ক্রিকেট মহলে এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক? এতদিন রোহিতের ডেপুটি হিসেবে টেস্টে দায়িত্ব পালন করেছেন জাসপ্রিত বুমরাহ। তবে এবার আলোচনায় জোরেশোরে শোনা যাচ্ছে শুবমান গিলের নামও।

ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, লাল বলে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে বুমরাহর চেয়ে গিলই এগিয়ে আছেন। জানা গেছে, আসন্ন জুনের ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দিতে পারেন তরুণ এই ব্যাটারই।

বিজ্ঞাপন

রোহিতের অবর্তমানে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের দুই টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছেন বুমরাহ। সেই সফরের শেষ টেস্টে পিঠেও চোট পান তিনি। যে কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়নস ট্রফিতে। শংকা আছে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে শুরুর দিকে বেশ কিছু ম্যাচও মিস করার। তাই বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখেই ভারতের নির্বাচক প্যানেল দায়িত্ব দিতে চাইছে গিলকে।

যদিও এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত। তবে এই মাসের শেষ দিকে ইংল্যান্ড সফরের দল ঘোষণার দিনই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিসি আই। বুমরাহ জাতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন কয়েক দফায়। তবে শুবমানের সেই অভিজ্ঞতা না থাকলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জিম্বাবুয়ে সফরে ভারতের প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়ে গিলকে দেয়া হয় নেতৃত্বের ভার। অবশ্য ভারতের সাদা বলের দুই ফরম্যাটের সহ-অধিনায়ক ২৫ বছর বয়সী এই ব্যাটার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

জাসপ্রিত বুমরাহ বিসিসিআই ভারত ক্রিকেট দল রোহিত শর্মা শুবমান গিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর