Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, স্থগিত নাহিদদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ৮ মে ২০২৫ ১৭:৫৬

ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের প্রভাব পড়েছে খেলার মাঠেও। আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নিকটবর্তী এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ভারতীয় ড্রোন। নিরাপত্তা ঝুঁকিতে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ স্থগিত হয়েছে। জালমির হয়ে এবারের পিএসএল খেলতে গেছেন পেসার নাহিদ রানা। নাহিদের আগে থেকেই পাকিস্তানে অবস্থান করছেন রিশাদ হোসেন।

বিজ্ঞাপন

স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয় ড্রোনটি

একই মাঠে আগামীকাল মুখোমুখি হওয়ার কথা ছিল রিশাদের লাহোর কালান্দার্স ও নাহিদের জালমির। তবে পিসিবি সূত্রে জানা গেছে, পিএসএলের বাকি ম্যাচগুলো সরিয়ে নেয়া হচ্ছে করাচিতে। অবশ্য গতকাল (বুধবার) পিসিবির জরুরি সভা শেষে সিদ্ধান্ত আসে, ভারত-পাকিস্তানের চলতি এই সংঘাতের মধ্যেই চালিয়ে নেয়া হবে পিএসএল। অবশ্য বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও শংকা আছে পিএসএলে।

বিজ্ঞাপন

একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারত নিয়ন্ত্রিত ড্রোনটি বিধ্বস্ত হয়ে স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্তোরাঁয় আছড়ে পড়ে। এই ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন আছেন স্থানীয় এক হাসপাতালে। স্থানীয় পুলিশ আক্রান্ত এলাকায় তল্লাশি ও তদন্ত চালাচ্ছে। সেই ড্রোনে কোনো বিস্ফোরক দ্রব্য কিংবা নজরদারির সরঞ্জাম ছিল কি না, সেসবও খতিয়ে দেখছে তারা।

সারাবাংলা/জেটি

ড্রোন হামলা নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ ভারত-পাকিস্তান সংঘাত রিশাদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর