Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের ধারা রাখতে পারবে জার্মানি?


২৭ জুন ২০১৮ ১১:৩১

স্পোর্টস ডেস্ক ।।

মেক্সিকো, জার্মানি, সুইডেন ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে সাজানো গ্রুপ ‘এফ’র দুটি ম্যাচ বুধবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় কাজান স্টেডিয়ামে নামবে জার্মানি-দক্ষিণ কোরিয়া। আর একই সময়ে ইয়েকাতেরিনবুর্গে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সুইডেন।

এরপই মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ কোরিয়ার। অন্যদিকে, শেষ ষোলোতে যেতে লড়াই চলবে মেক্সিকো জার্মানি আর সুইডেনের।

এখন পর্যন্ত গ্রুপ পর্বের দুটি খেলা শেষে মেক্সিকোর পয়েন্ট ৬, জার্মানি আর সুইডেনের সংগ্রহে আছে ৩ পয়েন্ট। আর দুটি ম্যাচেই হেরে যাওয়া কোরিয়ার পয়েন্ট শূন্য। তাই শেষ ষোলো নিশ্চিত করতে লড়াই করবে মেক্সিকো, জার্মানি আর সুইডেন।

 

জার্মানি-দক্ষিন কোরিয়া:

প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে চাপে পড়েছিল জার্মানি। তবে দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে পরের রাউন্ডে যেতে জয় তুলে নিতে হবে জার্মানদের। আরো একটা পথ থাকছে জার্মানদের জন্য। মেক্সিকোর কাছে সুইডেন হারলে, সেক্ষেত্রে শুধু ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে জার্মানি।
‘ফুটবল এমন একটা খেলা যেটা ২২ জন খেলে আর দিন শেষে জার্মানি জিতে।’ এমন প্রবাদটা অবশ্য শেষ ম্যাচে প্রমাণ করছিল জার্মানরা। তবে কোরিয়ার বিপক্ষে প্রবাদটা আবারো প্রমাণ করার সুযোগ থাকছে তাদের।

বিশ্বকাপের সবচেয়ে সফলতম দলগুলোর একটি জার্মানির জন্য এটা মোটেই বাড়িয়ে বলা নয়। সর্বশেষ চার আসরে অন্তত সেমিফাইনাল খেলেছে, এবারও যে তেমন কিছু হবে সেটা নিয়ে বাজি ধরাই যায়। জোয়াকিম লোয়ের দলের বড় প্রশ্ন, গোল করবেন কে? মেসুত ওজিল, টনি ক্রুসরা গোল বানিয়ে দিতে পারলেও সেই অর্থে বিশ্বমানের স্ট্রাইকার নেই তাদের। ভরসা তাই টিমো ভার্নার, মারিও গোমেজরাই। বিশ্বকাপে ১৮ বার অংশ নিয়ে ১৩ বার সেমিফাইনাল আর ৮ বার ফাইনাল খেলে ৪ বারের ( ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪) শিরোপা জিতেছে জার্মানরা। তাই এবারও সেই লড়াই

বিজ্ঞাপন

অন্যদিকে, এবারের আসরে একটিও জয় পায়নি দক্ষিণ কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ মানেই সেই ২০০২ সালের স্মৃতি। নিজ দেশে সেবার তারা চলে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। এরপর প্রতিবারই তারা বিশ্বকাপ খেলেছে, তবে ২০১০ সালে দ্বিতীয় রাউন্ডে ওঠাই হয়ে থাকে সেরা সাফল্য। এশিয়া থেকে সবচেয়ে বেশি বার বিশ্বকাপে অংশ নিয়েছে কোরিয়া। দলের সবচেয়ে বড় আশার প্রদীপ হয়ে আছেন টটেনহামের স্ট্রাইকার সন হিউং মিন।

মেক্সিকো-সুইডেন:

১৫ বার বিশ্বকাপ খেলেও বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি মেক্সিকোর। গত চার বার তো তারা আটকে গেছে দ্বিতীয় রাউন্ডেই। তবে এবার গ্রুপ পর্বের দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখনো গ্রুপ তালিকার শীর্ষে আছে দলটি। তবে শেষ ষোলোতে যেতে আজকের ম্যাচে অন্ততপক্ষে ড্র করতে হবে তাদের।

১৫ বার বিশ্বকাপে অংশ নেয়া দেশটির সেরা অর্জন ১৯৭০ ও ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনাল। তবে এবার নিজেদের সামর্থ্য এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে তারা। শক্তিশালী জার্মানকে হারিয়ে প্রথম চমকটা এবার তারাই দিয়েছে। তাই এই ম্যাচে আত্মবিশ্বাস কিছুটা বেশীই থাকছে মেক্সিকানদের।

অন্যদিকে, এক ম্যাচ জয় আর এক ম্যাচ হেরে সুইডেনের পয়েন্ট ৩। তাই এই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বড় জয় তুলে নিতে হবে তাদের। তবে এই ম্যাচে সমীকরণের সামনে থাকছে তারা। কোরিয়ার বিপক্ষে জার্মানি হারলে বা ড্র করলে, আর মেক্সিকো জয় তুলে নিতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে সুইডিশদের।

বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি হচ্ছে সুইডেন। তবে সুইডেনের সেই শৌর্য এখন অতীত। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, এরপর ১৯৯৪ বিশ্বকাপে সেমিফাইনালে।

বিজ্ঞাপন

সুইডেনের মূল ভরসা রক্ষণ। আর আক্রমণে এমিল ফর্সবার্গ তাদের সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার অভ্যাসটা তাদের ভালোই আছে, এবারও সেরকম কিছুই চাইবে ১৯৫৮ সালে রানার্স আপ দলটি।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর