পাকিস্তান থেকে রিশাদ-নাহিদকে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির
৮ মে ২০২৫ ২১:০৭ | আপডেট: ৮ মে ২০২৫ ২১:৪৯
ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধরত অবস্থা ভালোভাবেই প্রভাব ফেলেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় একটি ড্রোন হামলার পর সেই ভেন্যুতে পিএসএলের ম্যাচ স্থাগিত করা হয়েছে। এদিকে, পিএসএল খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি সূত্র বলছে, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমার পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর ভিত্তি করে দুই ক্রিকেটারের দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত লাহোর, শিয়ালকোট ও করাচি বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ)। পাকিস্তানের আকাশসীমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি।
ভারত-পাকিস্তানের চলতি যুদ্ধরত অবস্থার মধ্যে আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় একটি ড্রোন পড়ে। পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করছে, ড্রোনটি ভারত থেকে পাঠানো হয়েছে। এই ঘটনার পর পিসিবি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ম্যাচ স্থগিতের পাশাপাশি পিএসএলের বাকি ম্যাচগুলোর সূচি পুনঃনির্ধারণের কথা জানিয়েছে।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পিএসএলের কয়েকটি ম্যাচের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানে অবস্থানরত দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পিসিবি ও ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিসিবি। একইসঙ্গে সময়মতো ও নিরাপদভাবে তাদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় করা হচ্ছে।’
ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানে হামলা চালনোর পর বিদেশি ক্রিকেটাররা উদ্বিগ্ন হয়ে পরেছেন। ক্রিকেটাররা পিসিবির সঙ্গে বৈঠক করেছেন। পিসিবির পক্ষ থেকে আশ্বাস্ত করা হলেও ক্রিকেটারদের একটা অংশ নাকি সন্তুষ্ট নয়। তারা দ্রুত পাকিস্তান ছাড়ার কথা ভাবছেন।
সারাবাংলা/এসএইচএস