ম্যারাডোনা বললেন, তিনি সুস্থই আছেন
২৭ জুন ২০১৮ ১২:১৩ | আপডেট: ২৭ জুন ২০১৮ ১৪:৪৪
।। স্পোর্টস ডেস্ক ।।
পুরো ম্যাচে না খেলেও তিনি ছিলেন যেন সবখানেই। প্রতিটা গোল, প্রতিটা শ্বাসরোধকরা মুহূর্তের পর তাঁকে দেখিয়েছে ক্যামেরায়। তবে নাইজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর সংবাদ এলো, ম্যারাডোনাকে হাসপাতালে নিতে হয়েছে। আর্জেন্টাইন ভক্তদের জন্য স্বস্তির কথা, গুরুতর কিছু হয়নি ম্যারাডোনার। পরে সর্বকালের অন্যতম এই সেরা ফুটবলার নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তিনি সুস্থই আছেন।
কাল পুরো ম্যাচে যা করেছেন, ম্যারাডোনার সবকিছুই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মেসির প্রথম গোল দেওয়ার পর দুই হাত বুকের কাছে নিয়ে ঈশ্বরের দিকে ইঙ্গিত করেছেন। এর মধ্যে প্রথমার্ধ শেষের আগে দেখা গেল, তিনি ঘুমিয়ে পড়েছেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা গোল খাওয়ার পর হতাশায় মাথা নিচু করে বসে আছেন। শেষ পর্যন্ত রোহো যখন গোল করলেন, অশালীন একটা অঙ্গভঙ্গিও করে ফেললেন।
এরপরেই খবর এলো, অসুস্থতার কারণে ম্যারাডোনাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পরে জানা গেছে, আসলে হাসপাতালে নিতে হয়নি, তবে চিকিৎসকের কাছে যেতে হয়েছিল। ম্যারাডোনা তাঁর ফেসবুক পোস্টে বলেছেন, বিরতির আগেই তিনি ঘাড়ের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনই তাঁকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে বলা হয়েছিল। কিন্তু দলের ওই অবস্থায় তিনি মাঠ ছাড়েন কী করে? শেষ পর্যন্ত অন্যদের সাহায্য নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন। আর অনেক নাটকের পর দলের স্মরণীয় এক জয়ের সঙ্গী হয়েই মাঠ ছেড়েছেন।
সারাবাংলা/এএম/এসএন