Monday 26 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় বাংলাদেশি যুবাদের সিরিজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৯:১৪ | আপডেট: ৮ মে ২০২৫ ২২:৫৬

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ জিততে হার এড়ালেই চলত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এমন সমীকরণে খেলতে নেমে অধিনায়ক আজিজুল হাকিমের দারুণ ব্যাটিংয়ে দাপুটেই খেলছিল বাংলাদেশি তরুণরা। কিন্তু থামিয়ে দিল বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটা।

ছয় ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তার পরের টানা তিন ম্যাচে জিতে আজিজুল হাকিম তামিমের দল। পঞ্চম ম্যাচ হেরে গেলে সিরিজ জয় বিলম্বিত হয়েছিল। আজ সেই বিলম্ব শেষ হলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ মে) কলম্বোতে সিরিজের শেষ ম্যাচটা অবশ্য বেশ খানিকটা এগিয়েছিল। আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুর্দান্ত ফর্মে থাকা আবরার আহমেদ আজ ফিরেছেন ইনিংসের দ্বিতীয় ওভারেই।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৬৫ রান তোলেন আজিজুল হাকিম ও কাাম সিদ্দিকী। সেঞ্চুরির দিকেই ছুটছিলেন অধিনায়ক আজিজুল। কিন্তু মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে। ব্যক্তিগত ৯৪ রানের মাথায় আউট হয়েছেন। ১১১ বলে ৭টি চার ৪টি ২টি ছক্কায় এই রান করেন যুব দলের অধিনায়ক।

আজিজুল ফেরার পর দলকে টানছিলেন রজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ। কিন্তু এর মধ্যেই বৃষ্টির হানা। ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যুবাদের রান যখন ১৮৮ তখনই বৃষ্টির হানা। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর