ড্রোন হামলার পর পিএসএল সরানো হলো আমিরাতে
৯ মে ২০২৫ ১২:২২
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়ল এবার ক্রিকেটেও। গতকাল (বৃহস্পতিবার) রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ার পর স্থগিত হয় পাকিস্তান সুপার লিগের সেদিনের ম্যাচ। এরপর জরুরি বৈঠকের শেষে নিরাপত্তা ইস্যু বিবেচনায় চলতি পিএসএলের বাকি অংশ সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
বৃহস্পতিবার দিবাগত রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের বাকি ম্যাচের সূচি ও ভেন্যু এখনও চূড়ান্ত করার বাকি। আয়োজকরা জানিয়েছে, খুব দ্রুতই সেসব প্রকাশ্যে আসবে।
একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নিকটবর্তী একটু রেস্টুরেন্টে বিধ্বস্ত হয় একটি ভারতীয় ড্রোন। নিরাপত্তা ঝুঁকিতে গতকাল বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ স্থগিত হয়েছে। জালমির হয়ে এবারের পিএসএল খেলতে গেছেন পেসার নাহিদ রানা। নাহিদের আগে থেকেই পাকিস্তানে অবস্থান করছেন লাহোর কালান্দার্সের রিশাদ হোসেন।
বাংলাদেশের নাহিদ-রিশাদসহ মোট ৪০ জন বিদেশি ক্রিকেটার আছেন এবারের পিএসএলে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই জরুরি সিদ্ধান্তে পিএসএল আমিরাতে সরিয়ে নিয়েছে পিসিবি। আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেন, ‘টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত আমাদের স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের, যারা আমাদের সম্মানিত অতিথিও, তাদের ওপর সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত হামলা থেকে সুরক্ষা দিতে নেওয়া হয়েছে।
সারাবাংলা/জেটি
নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ পিএসএল ভারত-পাকিস্তান সংঘাত রিশাদ হোসেন