Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপা লিগে ‘অল-ইংলিশ’ ফাইনাল

স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৫ ১২:৪৯

মাউন্টের জোড়া গোলে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইউয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলের জয়, গত রাতে দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের জালে আরও ৪ গোল দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠল রেড ডেভিলরা।

অন্যদিকে নরওয়ের ক্লাব বোদো গ্লিমটকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে টটেনহাম হটস্পার। আগামী ২২ মে স্পেনের সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সব মিলিয়ে তৃতীয়বার ইউরোপা লিগের ফাইনালে উঠল দুটো ইংলিশ ক্লাব। সর্বশেষ ২০১৯ সালের আসরের ফাইনালে মুখোমুখি হয় প্রিমিয়ার লিগের দুই দল চেলসি ও আর্সেনাল। যেখানে ৪-১ গোলে ইউরোপা জেতে চেলসি। এর আগে ১৯৭২ সালে  তৎকালীন ইউয়েফা কাপ ফাইনাল নামধারী এই টুর্নামেন্টের ফাইনালে উলভারহ্যাম্পটনকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরপা জেতে টটেনহাম।

বিজ্ঞাপন

ইউরোপা লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন টটেনহামের জন্য এটি হতে যাচ্ছে চতুর্থ ইউরোপা লিগ ফাইনাল। ১৯৭২ সালে ট্রফি জেতার পরের মৌসুমে রানার আপ। ১৯৮৪ সালের আসরে আন্ডারলেখটকে টাইব্রেকারে জেতে দ্বিতীয় শিরোপা। যদিও ইউরোপিয়ান প্রতিযোগিতায় হিসেব করলে ষষ্ঠ ফাইনালে নামছে স্পার্স।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

জ্ঞান ফিরেছে নুরের
৩০ আগস্ট ২০২৫ ০৯:৩৪

আরো

সম্পর্কিত খবর