Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের কান্নাকে দুর্বলতা মনে করেন না তিতে


২৭ জুন ২০১৮ ১২:৫১ | আপডেট: ২৭ জুন ২০১৮ ১৪:২৭

স্পোর্টস ডেস্ক ।।

গত শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে শেষদিকে জয় তুলেছিল ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে কুতিনহোর গোল আর শেষদিকে নেইমারের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল। ম্যাচ শেষে আবেগেও ভেসেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার, দুই হাতে মুখ ঢেকে কেঁদেছেন আকুল হয়ে। তবে, এই কান্নাকে দুর্বলতা মনে করেন না ব্রাজিল কোচ তিতে।

কোস্টারিকার বিপক্ষে গোলটি করে ব্রাজিল কিংবদন্তি রোমারিওকে টপকে গিয়েছিলেন পিএসজির এই স্ট্রাইকার। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের তালিকায় নেইমার এখন তিন নম্বরে।

ম্যাচের পর অবশ্য ব্রাজিল দলের আবেগেই ভেঙে পড়ার খবর প্রকাশ করেছিল ব্রাজিলের গণমাধ্যমগুলো। অবশ্য এই আবেগকে দুর্বলতা বলতে চান না ব্রাজিল কোচ, ‘আমাদের এটা ভাবা উচিৎ নয় যে, সেই মুহুর্তের আবেগে মানসিক ভারসাম্য ঠিক ছিল না। বুঝতে পারছি, সেই মুহুর্তে আবেগ কিছুটা নিয়ন্ত্রণে রাখা উচিৎ।’

তিতে নিজেও একবার কেঁদেছিলেন। সেটা অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিনে, ‘আমি সারা ব্রাজিলিয়ানদের বলতে চাই…আমিও কেঁদেছিলাম। আমার স্ত্রীকে ডেকে সন্তুষ্টি আর আনন্দের সঙ্গেই কেঁদেছিলাম, কারণ আমি একজন আবেগী মানুষ। আমরা তখন ভালো খেলার জন্যে চাপে ছিলাম, তাই সেই ম্যাচ জিতে অনেক গর্ব নিয়েই কেঁদেছিলাম।’

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে চাপের মুখেই শেষদিকে গোল করে জিতেছিল ব্রাজিল। তিতে অবশ্য এতেই খুশি, ‘৯১ মিনিটে দল প্রথম গোল পায়, তবে শুরু থেকেই তারা খেলার ধরন ঠিক রেখেই খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে লক্ষ্যে পৌঁছেছি তাতেই আমি খুব খুশি হয়েছিলাম।’

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে এক পা দিয়ে রেখেছে নেইমার-কুতিনহোরা। তবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে তারা।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর