Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরান্ডা সার্বিয়ার বিপক্ষে অধিনায়ক


২৭ জুন ২০১৮ ১৩:৩৪ | আপডেট: ২৭ জুন ২০১৮ ১৪:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

আগের ঘোষণা অনুযায়ী আবার অধিনায়ক বদলেছেন ব্রাজিল কোচ তিতে। রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্সেলো ছিলেন ব্রাজিল অধিনায়ক। এরপর কোস্টারিকার বিপক্ষে ম্যাচে থিয়াগো সিলভাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। এবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইন্টার মিলানের ডিফেন্ডার জোয়াও মিরান্ডাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন তিতে।

এর আগে গতবছর অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন ইন্টার মিলানের এই ডিফেন্ডার। তখন অবশ্য তিতেই তাকে সেই দায়িত্ব দিয়েছিলেন।

দু’ম্যাচে এক জয় ও এক ‘ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। বুধবার মস্কোর স্পার্টার্ক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ খেলায় সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত করবে নেইমার-কুতিনহোরা। তবে এই ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন তিতে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছিলেন তিতে, ‘সার্বিয়ার বিপক্ষে ম্যাচে দলে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। আগের ম্যাচের যারা খেলেছে, তারাই শুরু থেকে খেলবে।’

তবে জয় ছাড়া কিছু ভাবছেন না অধিনায়কের দায়িত্ব পাওয়া মিরান্ডা, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পৌঁছানো আমাদের একমাত্র লক্ষ্য। তাই জয় ছাড়া আর কিছু ভাবতে চাইছি না।’

রাশিয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করার পর নিজদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। শেষ ষোলো নিশ্চিত করতে আজ মাঠে নামছে নেইমার-জেসুস-কুতিনহোরা।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর