আনুষ্ঠানিক ঘোষণায় গতকাল (শুক্রবার) এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইতোমধ্যে বিদেশি ক্রিকেটাররাও ভারত ছাড়তে শুরু করেছেন। কবে নাগাদ ফিরবেন সেটা নিশ্চিত না হলেও আইপিএলের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানোর জন্য নতুন করে তিনটি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে বিসিসিআই।
আজ (শনিবার) এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, চলতি মে মাসেই বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদের তিন স্টেডিয়ামে বাকি ১৬টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা তাদের। ১২টি গ্রুপ পর্বের ম্যাচ ও বাকি চারটি প্লে অফ। অবশ্য এখনও আনুষ্ঠানিভাবে ভারত সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমতি পাওয়ার বাকি আইপিএলের। জানা যায়নি আইপিএলের ম্যাচ ফের মাঠে গড়ানোর দিনক্ষণও।
১৬ ম্যাচের জন্য তিন ভেন্যু প্রস্তুত রাখলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলতি মাসে আইপিএল আবার মাঠে গড়ানোটা বেশ কষ্ট সাধ্যই হবে। ক্রমেই বেড়ে চলেছে দুই প্রতিবেশি রাষ্ট্রের সংঘাত, আরও জটিলতর হচ্ছে পরিস্থিতি। বিসিসিআইয়ের এক কর্মকর্তার সূত্রে ক্রিকইনফো জানিয়েছে মে মাসে আয়োজন সম্ভব না হলে, বছরের শেষ দিকে বাকি ম্যাচগুলো আয়োজন করবে ভারত।
এসবের সাথে আরও বড় চ্যালেঞ্জ, বিদেশি ক্রিকেটারদের আবার ফিরিয়ে আনা। স্থগিত হওয়ার ঘোষণার পর অনেক ক্রিকেটারই ভারত ছেড়েছেন। আজ দিন শেষ হতে হতে বেশিরভাগ ক্রিকেটারই চলে যাবেন। অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি ক্রিকেটারদের ফিরে আসা নিয়ে আশাবাদী। অবশ্য আইপিএলের বাকি অংশ মাঠে গড়াতে ২৫-মে পেরিয়ে গেলে তাদের পাওয়া নিয়ে আছে শংকা। কারণ জুন থেকেই শুরু হয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। ভারত যাবে ইংল্যান্ড সফরে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১১ জুন লর্ডসে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
এখজ পর্যন্ত ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে আইপিএলে। পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ৫৮-তম ম্যাচটি নিরাপত্তা ইস্যুতে পরিত্যক্ত হয়েছে গত ৮ মে।