Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান থেকে দেশে ফিরে যা বললেন রিশাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৯:৪২

ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের প্রভাবে স্থগিত হয়েছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। প্রথমবারের মতো পিএসএলে খেলতে পাকিস্তানে গিয়ে বেশ ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। আজ (শনিবার) বিকেল ৫টা ৩০ মিনিটে  এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান এই দুজন।

এর আগে পিসিবির বিশেষ ব্যবস্থায় গতকাল পাকিস্তানে এয়ারলাইন্সের ফ্লাইটে পিএসএল খেলতে যাওয়া বাকি বিদেশি ক্রিকেটারদের সাথে দুবাই পৌঁছান তারা। আজ ঢাকায় পৌঁছে সাংবাদিকদের রিশাদ জানান, গতকাল ইসলামাবাদ বিমানবন্দর থেকে তাদের উড্ডয়নের ২০ মিনিট পর সেখানে মিসাইল হামলা হয়েছে।

বিজ্ঞাপন

দুবাইয়ের বিমানে ওঠার আগ পর্যন্ত বেশ আতঙ্কের মধ্যেই ছিলেন সবাই। তবে সুস্থভাবে দেশে ফেরার স্বস্তি আছে রিশাদের কন্ঠে, ‘ভালোয় ভালোয় ফিরে আসছি। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ।’

পাকিস্তানে থাকাকালীন সেখানকার পরিস্থিতির কথা জানিয়ে রিশাদ আরও বলেন, ‘আসলে প্রথম যে পরিস্থিতি আমরা দেখছি এবং শুনতে পারছি। শোনার পর একটু আতঙ্কিত তো হয়েছিলাম সবাই, ভয় কাজ করছিল। শোনার পর সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও, টিম ম্যানেজম্যান্ট থেকেও। বিসিবি থেকেও অনেক খোঁজখবর নিয়েছে সবসময়। পিসিবি ও পিএসএল টিমও খোঁজ নিয়েছে আমরা ভালো আছে কি না।’

প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে গিয়ে নাহিদের অভিজ্ঞতাও সুখকর নয়। পেশোয়ার জালমির হয়ে ডাক পেলেও কোনো ম্যাচ না খেলেই ফিরতে হয়েছে তাকে। তবে বেশ ঘাবড়ে গিয়েছিলেন এই তরুণ পেসার এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে পড়ে। তবে নাহিদকে সাহস জুগিয়েছেন রিশাদ।

বিজ্ঞাপন

‘স্বাভাবিকভাবেই নাহিদ রানা একটু ঘাবড়ে গেছে, এবং একটু চুপচাপ ছিল।আমি চেষ্টা করছি কীভাবে…ওকে বলছি টেনশনের কিছু নাই, আমরা দুজন আছি। আল্লাহ তো আছেই’, বলেন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলা রিশাদ।

তবে সবচেয়ে ভীতিকর পরিস্থিতির বর্ণনা উঠে এসেছে রিশাদদের গতকালের অভিজ্ঞতা থেকে। ইসলাবামাদ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে তাদের বিমান উড্ডয়নের ২০ মিনিট পরই সেখানে হামলা হয়েছে, যে ঘটনা শুনে বেশ ভড়কে গিয়েছিলেন বিদেশি ক্রিকেটারদের বহরের সবাই।

এ  নিয়ে রিশাদ বলেন, ‘আমরা ফ্লাইট টেক অফ করার ২০ মিনিট পর এয়ারপোর্টে একটা মিসাইল পড়েছে। পড়ার পর আমরা একটু শকড হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি। স্বাভাবিক এরকম হলে একটু ভয় কাজ করবে। পরিস্থিতি হিসেবে দেখা যাবে যাবো কি যাবো না। খেলার তো ইচ্ছে সবসময় আছে। শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি এটা কন্টিনিউ হয়, চেষ্টা করবো যাওয়ার।’

সারাবাংলা/জেটি

আইপিএল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিশাদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর