ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতের প্রভাব পরেছে ক্রিকেটেও। বাংলাদেশ ক্রিকেট সূচিতেও এর ভালো প্রভাব পরেছে। চলতি মাসেই আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আরব আমিরাত সিরিজ ঠিক সময়েই হবে।
সূচি এভাবে সাজানো হয়েছিল যে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার আগে আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টি-টোয়েন্টি খেলে সেখান থেকে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের।
কিন্তু চলতি সংঘাতময় পরিস্থিতির কারণে পাকিস্তান সিরিজ অনিশ্চিত হয়ে পড়লে আরব আমিরাত সিরিজ নিয়েও শঙ্কার কথা বলা হচ্ছিল। কারণ দুটি মাত্র টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে কিনা সেটা ভাবা হচ্ছিল। তবে বিসিবির পক্ষ থেকে সেই শঙ্কা উড়িয়ে দেওয়া হলো।
শনিবার (১০ মে) এক বিবৃতিতে ঠিক সময়ে আরব আমিরাত সিরিজ হওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি। পূর্ব সূচি অনুযায়ী, শারজায় আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশ দলের।
তবে পাকিস্তান সফরের বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসতে পারেনি বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আলোচনার মধ্যমে, সতর্ক পথে এগুনো হবে।
বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সফর সংক্রান্ত সকল সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সতর্ক বিবেচনার মাধ্যমে নেওয়া হবে এবং তা দল ও বাংলাদেশের ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।