বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের পদে থাকা হচ্ছে না আন্দ্রে অ্যাডামসের। আগামী বছরের ফেব্রুয়ারী পর্যন্ত চুক্তি থাকলেও আগেভাগেই তার সঙ্গে চুক্তি শেষ করছে বিসিবি।
দুই পক্ষের সমঝোতায় বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে অ্যান্দ্রে অ্যাডামসের যাত্রা শেষ হয়ে যাচ্ছে। বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি অবশ্য। তবে গতকাল মিরপুরে তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।
অ্যাডামসের জায়গায় পেস বোলিং কোচ হিসেবে বড় কোনো নাম চাইছে বিসিবি। পাকিস্তানের সাবেক তারকা পেসার ওমর গুল, বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোলান্ড এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইটের নাম আছে আলোচনায়।
বিসিবির একটি সূত্র বলছে, নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শন টেইট। খেলোয়াড়ি জীবনে গতির ঝড় তোলা টেইট গত বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের বিপিএলেও কাজ করেছেন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও পাকিস্তান জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতাও আছে টেইটের।
সাবেক অজি পেসারের ব্যাপারে আগে থেকেই ইতিবাচক বিসিবি। গত বিপিএলে তার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছিল বিসিবির। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলা টেইটকে বাকিদের চেয়ে বেশি পছন্দ বিসিবির বলে শোনা যাচ্ছে।
২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অ্যাডামস। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।