ভারত-পাকিস্তানের সংঘাতের জেরে এক সপ্তাহের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরকে গত শুক্রবার স্থগিত ঘোষণা করে বিসিসিআই। এরপর বিদেশি ক্রিকেটাররা ভারত ছাড়তে শুরু করেন নিরাপত্তার ইস্যুতে। তবে গতকাল দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়াতে আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল। আজ (রবিবার) জরুরি সভার পর মঙ্গলবারের মধ্যে বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছে বিসিসিআই। নতুন সূচি নিয়ে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াতে পারে ১৫ থেকে ১৭ মে’র মধ্যে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইপিএল গভর্নিং কাউন্সিল ৩০ মের মধ্যে এবারের আসর শেষ করতে চায়। কারণ ২৫-মে পেরিয়ে গেলে তাদের পাওয়া নিয়ে আছে শংকা। কারণ জুন থেকেই শুরু হয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। ভারত যাবে ইংল্যান্ড সফরে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১১ জুন লর্ডসে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
প্লে -অফসহ মোট ১৬টি ম্যাচ বাকি আছে এবারের আইপিএলের। দিন প্রতি দুটো করে ম্যাচ খেলানোর পরিকল্পনাও আছে আইপিএল গভর্নিং কাউন্সিলের। বাকি থাকা ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে। এতে করে বদলে যাবে প্লে অফের ভেন্যুও। পূর্ব সূচি অনুয়ায়ী প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হায়দরাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের ভেন্যু ছিল কোলকাতার ইডেন গার্ডেন্স। হায়দরাবাদের সূচি না বদলালেও, ফাইনাল সরে আসছে কলকাতা থেকে।
নতুন সূচি অবশ্য এখনও প্রকাশ করেনি বিসিসিআই। জানা গেছে আজ রাতের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পৌঁছে যাবে নতুন সূচি। এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে আইপিএলে। পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ৫৮-তম ম্যাচটি নিরাপত্তা ইস্যুতে পরিত্যক্ত হয় গত ৮ মে।