Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল থেকে বাদ পরা মিরাজকে ‘বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার’ বললেন কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ১১ মে ২০২৫ ১৯:৪০

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টানা ৭টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। এই দুই সিরিজের জন্য একসঙ্গে দল ঘোষণা করেছে বাংলাদেশ, দলে নেই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ‘দলের সমন্বয়ে’র কারণে মিরাজকে দলে রাখা হয়নি বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। মিরাজকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও বলেছেন তিনি।

এই দুই সিরিজের জন্য ঘোষিত দলে একমাত্র স্পিনিং অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদিই কেবল ডাক পেয়েছেন। তাকে আবার দুই সিরিজের জন্য সহ-অধিনায়কও বানানো হয়েছে।

বিজ্ঞাপন

মিরাজ গত বিপিএলে দারুণ পারফর্ম করেছেন। টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তবু তার টি-টোয়েন্টি দলে না থাকার কারণ হিসেবে বোলিং পারফর্ম ভালো না হওয়ার কথা উল্লেখ করেছেন সালাউদ্দিন।

দুই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। রোববার (১১ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন কোচ সালাউদ্দিন।

মিরাজের দলে না থাকা প্রসঙ্গে বলেন, ‘মিরাজ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সে যদি খেলতে পারত সেটা আমাদের জন্যও ভালো হতো। সে বিপিএলে অনেক ভালো পারফর্ম করেছেন। মাঝে মাঝে দলের সমন্বয়ের কারণে হয়ত আপনার সেরা খেলোয়াড়কে বাহিরে রাখতে হচ্ছে।’

‘বোলিংটা হয়ত এডজাস্ট করছে না। কিন্তু মিরাজকে আমরা বলিনি সে টি-টোয়েন্টি খেলতে পারবে না। টি-টোয়েন্টিতে সে আমাদের অনেক বড় একটা সম্পদ হয়ে উঠতে পারে। আমার মনে হয় সে দলে ফিরবে।’- যোগ করেছেন সালাউদ্দিন।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

মেহেদি হাসান মিরাজ সালাউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর