দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারকে আজ (সোমবার) বিদায় জানালেন বিরাট কোহলি। বিদায়টা আন্তর্জাতিক টি-টোয়েন্টির মতো মাঠ থেকে নেননি। এক ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের সাবেক এই অধিনায়ক। নিজের ছবি সম্বলিত সেই পোস্টেই জানালেন, টেস্ট ক্রিকেটের প্রতি তার নিবেদন, ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা।
ইন্সটাগ্রাম পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর হয়ে গেল এই ব্যাগি ব্লু ক্যাপটা মাথায় তুলেছি। কখনো ভাবিনি টেস্ট ক্রিকেট আমাকে এত দূর নিয়ে আসবে। এই ফরম্যাট আমার চরম-তম পরীক্ষা নিয়েছে, আমাকে গড়েছে, জীবনের অনেক শিক্ষাই দিয়েছে। এই খেলাটার সাথে আমার আত্মিক টান আছে। টেস্ট ক্রিকেটের লম্বা দিন, ছোট ছোট মুহুর্ত; কেউ হয়তো দেখে না। তবে এসবই আজীবন সাথে থেকে যায়।’