১৪ বছর, ১২৩ টেস্ট, ৩০ সেঞ্চুরি, অসংখ্য রেকর্ড আর অগণিত স্মৃতি রেখে বিরাট কোহলি ছাড়লেন টেস্ট ক্রিকেট। ইনস্টাগ্রামে নিজের ছবি সম্বলিত এক পোস্ট দিয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসরে নিলেন ভারতের এই কিংবদন্তি। বিদায় বেলায় দিয়ে গেছেন এক আবেগী বার্তা। টি-টোয়েন্টি আর টেস্ট ছেড়ে দিলেও খেলে যাবেন শুধু ওয়ানডে ফরম্যাটে।
এবার এক নজরে দেখে নিন কোহলির টেস্ট ক্যারিয়ার-
১২৩ টেস্টে ২১০ ইনিংসে ব্যাট করে ৯২৩০ রান করেছেন ৪৬.৮৫ গড়ে। সেঞ্চুরি ৩০টি, ফিফটি ৩১টি।
- ভারতের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান (৯২৩০)
- ভারতের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি (৩০)
- ভারতকে সর্বোচ্চ টেস্টে নেতৃত্ব দেয়া অধিনায়ক (৬৮)
- ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয় (৪০)
- তার অধীনে টেস্ট র্যাংকিংয়ে সর্বোচ্চ সময় অবস্থান
- অস্ট্রেলিয়ায় সিরিজ জেতানো প্রথম ভারতীয় অধিনায়ক