২০১৪ সালে টেস্টের অধিনায়কত্ব পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে। এরপর দীর্ঘ আট বছরে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৬৮টি টেস্টে। সর্বশেষ ২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরে ছেড়ে দেন অধিনায়কত্ব। তিন বছর আগে টেস্ট অধিনায়কত্ব ছাড়া কোহলি আজ (সোমবার) অবসর নিলেন ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক হিসেবে।
কেমন ছিল টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির ক্যারিয়ার?
কোহলির অধীনে ৬৮ টেস্ট খেলে ৪০টিতেই জিতেছে ভারত। যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। হার ১৭টিতে, ১১টির নিষ্পত্তি হয়েছে ড্র’তে। জয়ের সংখ্যা কিংবা শতকরা জয়ে কোহলিই বাকি সবার চেয়ে এগিয়ে। এমনকি গেল ১৫ বছরে কমপক্ষে ৫০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের কেউও এত ম্যাচ জিততে পারেননি।
নেতৃত্বের ভার যে কোহলির পারফরম্যান্সে প্রভাব ফেলেনি সেটার সাক্ষ্য দিচ্ছে তার পরিসংখ্যান। অধিনায়ক হিসেবে ভারতের আর কেউ তার চেয়ে বেশি রান কেউ করতে পারেননি। ১১৩ ইনিংসে ৫৬৬৮ রান করেছেন ২০ সেঞ্চুরিতে। অধিনায়ক হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরি গ্রায়েম স্মিথের।
ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করা টেস্ট অধিনায়কও কোহলি। অধিয়ায়ক হিসেবে তার চেয়ে বেশি রান আছে রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও গ্রায়েম স্মিথের।