টানা দ্বিতীয়বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আগের চক্রের ফাইনালে ভারতকে হারিয়ে হয়েছে চ্যাম্পিয়ন। এবারের আসরের ফাইনালে অজিদের প্রতিপক্ষ প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যে দলটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরেও।
১৫ সদস্যের দলে রাখা হয়েছে তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে। চোট কাটিয়ে ফিরেছেন জশ হ্যাজলউড ও ক্যামেরন গ্রিন। সর্বশেষ শ্রীলংকা সিরিজে ছিলেন না প্যাট কামিন্স, তিনিও আছেন দল। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে গত ছয় মাস মাঠের বাইরে থাকা ক্যামেরন গ্রিন ফিরছেন এই সিরিজ দিয়েই।
ফাইনালের স্কোয়াডের পাঁচজন ব্যস্ত আছেন আইপিএলে, এক সপ্তাহ স্থগিত থাকার পর আগামী ১৭ মে মাঠে গড়াবে বাকি অংশ। শেষ হবে ৩ জুন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ক্রিকেটারদের ওপরই সেই সিদ্ধান্ত ছেড়েছে তারা।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ প্যাট কামিন্স, স্কট বোল্য়ান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার।