ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আইপিএলের বাকি অংশ মাঠে গড়াচ্ছে আগামী ১৭ মে। গতকাল (সোমবার) রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে আইপিএলের নতূন সূচি ও ভেন্যু ঘোষণা করেছে বিসিসিআই। ১৭ মে শুরু হয়ে ০৩ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজি লিগটির আঠারোতম আসরের।
গত ৯ মে এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয় আইপিএল। এরপর জানা যায়, প্রাথমিকভাবে তিনটি ভেন্যুতে খেলানো হবে ১৭ ম্যাচ। তবে গতকাল বিবৃতিতে জানানো হয়, ছয় ভেন্যুতে হবে বাকি ম্যাচগুলো। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদকে বেছে নেয়া হয়েছে গ্রুপ পর্বের ১২ ম্যাচের জন্য। প্লে অফের জন্য ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
তবে ম্যাচডে নির্ধারণ হয়েছে ঠিকই। ২৯ মে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার, পরদিন এলিমিনেটর। ০২ জুন দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ফাইনাল অনুষ্ঠিত হবে ০৩ জুন। সব মিলিয়ে ১৭ ম্যাচ অনুষ্ঠিত হবে আইপিএলের এই অংশে। এরমধ্যে দুদিন আছে ডাবল হেডার, অর্থাৎ ভারতের সাপ্তাহিক ছুটির দিন রবিবারে অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ।
পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচ দিয়ে আইপিএল স্থগিত হয়েছিল সেই ম্যাচ এবার সেখান থেকেই শুরু হবে ২৪ মে।