Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের সাথে একই দিনে শুরু হচ্ছে পিএসএল

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫ ১৪:৫৫

১৭ মে শুরু হচ্ছে পিএসএলের বাকি অংশ

ভারত-পাকিস্তানের সংঘাতের প্রভাব পড়েছিল খেলার মাঠেও। এক সপ্তাহ স্থগিত থাকার পর আগামী ১৭ মে শুরু হচ্ছে আইপিএল। এর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া পিএসএলও মাঠে গড়াচ্ছে একইদিনে।

আজ (মঙ্গলবার) পিসিবি সভাপতি মহসিন নাকভি নিজের এক্স-হ্যান্ডলে দেয়া পোস্টে জানিয়েছেন, নতুন সূচি অনুযায়ী আগামী ১৭ মে শুরু হবে পিএসএলের বাকি অংশ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে। সব মিলিয়ে আর আটটি ম্যাচ বাকি আছে পিএসএলের দশম আসরে।

বিজ্ঞাপন

মূলত রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টে ভারতীয় একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পরই পিএসএল স্থগিতের তোরজোর শুরু হয়। জরুরি বৈঠক ডাকে পিসিবি, কারণ বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা ছিল তাদের মূল চ্যালেঞ্জ। সেই মোতাবেক সিদ্ধান্ত আসে পিএসএলের বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেয়ার। যদিও পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে স্থগিত ঘোষণা করা হয় এবারের পিএসএল।

ড্রোন হামলার পরদিনই সকল বিদেশি ক্রিকেটারকে বিশেষ ফ্লাইটে নিয়ে যাওয়া হয় দুবাইতে। সেখান থেকে যার যার দেশে ফিরেছেন বিদেশি ক্রিকেটাররা। প্রথমবার পিএসএল খেলতে গিয়েছিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ ম্যাচ খেললেও, কোনো ম্যাচ না খেলেই ফিরেছেন পেশোয়ার জালমির নাহিদ রানা।

সারাবাংলা/জেটি

আইপিএল নাহিদ রানা পিএসএল রিশাদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর