Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী


২৭ নভেম্বর ২০১৭ ১৫:২৮

স্পোর্টস করেসপন্ডেন্ট

এ্যাডটাচ প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের শেষ দিনে আলোচিত ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার গুলিস্তানস্ত কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ফাইনাল ম্যাচে ৩২-১৯ পয়েন্টের ব্যবধানে সেনাবাহিনীকে পরাজিত করে নৌবাহিনী।

চ্যাম্পিয়নরা ম্যাচের প্রথমার্ধে ১৫-৭ পয়েন্টে এগিয়ে ছিল।

ম্যাচ শেষে লিগের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শফিকুজ্জামান, ভাসাভী ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জনাব ইয়াসির আহমেদ।

গত ২০ নভেম্বর ২০১৭ তারিখে শুরু হওয়া এই লিগে চারটি গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীকে ৫০,০০০, রানার-আপ বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০,০০০ এবং তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ উভয় দলকে প্রাইজমানি হিসেবে ১৫০০০ টাকা করে প্রদান করা হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর