Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল-সার্বিয়া হেড-টু-হেড


২৭ জুন ২০১৮ ১৬:১৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়াকে নিয়ে সাজানো গ্রুপ ‘ই’র দুটি ম্যাচ বুধবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোর স্পার্টাক স্টেডিয়াম মাঠে নামবে ব্রাজিল-সার্বিয়া। আর একই সময়ে নিঝনি নভগোরদে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে কোস্টারিকার। অন্যদিকে, শেষ ষোলোতে যেতে লড়াই চলবে ব্রাজিল, সুইজারল্যান্ড আর সার্বিয়ার।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত গ্রুপ পর্বের দুটি খেলা শেষে ব্রাজিলের পয়েন্ট ৪, সমান পয়েন্ট আছে সুইজারল্যান্ডেরও, তবে ৩ পয়েন্ট নেয়া সার্বিয়ারও আজ সুযোগ থাকছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। এই ম্যাচে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে ব্রাজিলের।

চলুন দেখে নেওয়া যাক ব্রাজিল-সার্বিয়া ম্যাচে কে এগিয়ে:
হেড-টু-হেড কিংবা শক্তিতে সার্বিয়ার চেয়ে এগিয়ে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে রয়েছে। স্বাধানী হওয়ার আগে সার্বিয়া ছিল যুগোস্লাভিয়ার অংশ। স্বাধীন হওয়ার পর সার্বিয়ার বিপক্ষে সবশেষ এবং একমাত্র দেখায় জিতেছে ব্রাজিল, সেটাতে ১-০ গোলে জিতেছে সেলেকাওরা। ২০১৪ সালের ৬ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাও পাওলোতে মুখোমুখি হয় দুই দল। ৬৭ হাজারের বেশি দর্শকের সামনে স্বাগতিকরা জয় পেয়েছিল। সে সময় ব্রাজিলের কোচ ছিলেন লুইজ ফেলিপ স্কলারি। আর ম্যাচের ৫৮ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেছিলেন ফ্রেড।

চলমান বিশ্বকাপে ব্রাজিল-সার্বিয়া একটি করে ম্যাচ জিতেছে। সার্বিয়া একটি ম্যাচে হারলেও একটি ড্র করেছে ব্রাজিল। সার্বিয়া এবার প্রতিপক্ষের জালে দুটি গোল দিলেও দুটি গোল হজম করেছে। আর ব্রাজিল তিনটি গোল করলেও হজম করেছে একটি। রাশিয়ায় খেলতে নেমে সার্বিয়া দুই ম্যাচ খেলে ৭২৮টি পাস সম্পন্ন করেছে আর ব্রাজিল পাস সম্পন্ন করেছে ১ হাজার ২৪৯টি। সার্বিয়া ৩২টি ফাউল করেছে আর ব্রাজিল ফাউল করেছে ২২টি।

বিজ্ঞাপন

ব্রাজিল-সার্বিয়া (যুগোস্লাভিয়া-সার্বিয়া) ১৯ ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে ১০টি জয়, ৭টি ড্র আর দুটি পরাজয় ব্রাজিলের। অপরদিকে, দুটি জয়, সাতটি ড্র আর ১০টি পরাজয় বরণ করে সার্বিয়া। ব্রাজিল মোট ৩৭টি গোল করেছে সার্বিয়ার বিপক্ষে, আর সার্বিয়া ব্রাজিলের বিপক্ষে করেছে ২৩টি গোল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর