ফ্রান্সের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা
২৭ জুন ২০১৮ ১৬:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে উতরে গেছে ফ্রান্স, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া আর ডেনমার্ক। নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স, আর ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।
আগামী ৩০ জুন (শনিবার) দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এরপর আগামী ১ জুলাই (রোববার) ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
ফ্রান্স-আর্জেন্টিনা হেড টু হেড:
এ পর্যন্ত বিশ্বকাপ আসরে দুইবার ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আর দুটি ম্যাচেই জিতেছিল আর্জেন্টাইনরা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়ে ১-০ গোলে এবং ১৯৭৮ সালের বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয়ে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।
তবে বিশ্বকাপ আসর ছাড়াও ৯ বার প্রীতি ম্যাচ খেলেছে ফ্রান্স-আর্জেন্টিনা। ৯ ম্যাচে ৪টি জয়, ৩টি ড্র এবং ২ ম্যাচে হেরেছিল আলবিচেলেস্তারা।
আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ ১৯৮৬ সালে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল ফ্রান্স। আর সবশেষ ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে ফরাসিদের মুখোমুখি হয়ে ২-০ গোলে জিতে নিয়েছে আর্জেন্টিনা।
সারাবাংলা/এসএন