Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারানো সিংহাসন ফিরে পেলেন শিরিন


২২ ডিসেম্বর ২০১৭ ২০:১১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ১২:৫১

স্টাফ করেসপন্ডেন্ট

ট্রাকে নামার আগে একটু চিন্তিত দেখাচ্ছিল তাকে। গা ঝেড়ে দৌড় শুরু করেন। স্টেডিয়ামের ভিআইপি বক্সে তখন হাজার খানেক দর্শক তাকিয়ে। হারানো রাজত্ব ফিরে পাবেন তো তিনি। ফিতা ছুঁয়ে দু’হাত প্রসারিত করে জানান দিলেন, হারিয়ে যাওয়ার জন্য আসেন নি। ২০০ মিটার জিতে ট্রাকের রাণী শিরিন আক্তার।

চেনা কোর্টে ঠিক চেনা শিরিনকে ফিরে পাওয়া যাচ্ছিল না দু’বছর থেকে। মাঝে দু’বছর কেটে গেছে ব্যর্থ চাদর গায়ে। ১০০ আর ২০০ মিটারকে নিজের রাজত্ব বানিয়ে ফেলা শিরিন তার সিংহাসন ফিরে পেয়েছেন।

জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনটাই (শুক্রবার, ২২ ডিসেম্বর) তাই বেঁছে নিলেন নিজেকে ফেরানোর মঞ্চ হিসেবে।

৪১ তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী দিনে নিজেকে রাঙালেন চ্যাম্পিয়ন করে। ২০০ মিটার মিটে সুষ্মিতা ঘোষ ছাড়িয়ে নিজের স্থান সুসংহত করলেন বাংলাদেশ নৌবাহিনীর এই খেলোয়াড়। সময় নিয়েছেন ২৫.৫৬ সেকেন্ড। ২৬.১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে সেনাবাহিনীর সুষ্মিতা ঘোষ। তৃতীয় হয়েছেন বর্শা খাতুন। ২৬.১৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।

তবে নিজেকে ফিরে পাওয়ায় খুশি শিরিন আক্তার। সারাবাংলাকে জানান তার অনুভূতি ও চ্যালেঞ্জের কথা, `মাঝে দু’বার খেলতে পারিনি। আবার কনফিউশনে ছিলাম ফিরে আসতে পারবো কিনা। পেয়ে গেলাম খুব ভালো লাগছে।’

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর