দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে এখনও বাকি চূড়ান্ত সিদ্ধান্তের। পিএসএলের কারণে সূচিতেও বদল এসেছে। পাকিস্তান সফরের অনিশ্চয়তা নিয়েই আমিরাতের বিমান ধরেছেন রিশাদ হোসেন-তানজিদ হাসান তামিমরা।
দুই ভাগে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ (বুধবার) সকাল দশটার বিমানে চড়েছেন রিশাদ, তানজিদ, পারভেজ, জাকের আলী, শামীম পাটোয়ারী-সহ মোট ১০ ক্রিকেটার। স্কোয়াডের বাকিরা যাবেন সন্ধ্যা সাতটার বিমানে। সেখানে যুক্ত হবেন অধিনায়ক লিটন দাস।
আগামী ১৭ ও ১৯ মে শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে দুই ম্যাচই। ইতোমধ্যে এই সিরিজের জন্য টিকেট বিক্রিও শুরু করেছে আরব আমিরাত বোর্ড।
তিনটি ক্যাটাগরির টিকেট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। মাঠের জেনারেল স্ট্যান্ডের টিকেটের দাম ৩০ আমিরাতি দিরহাম। গোল্ড/প্লাটিনাম গ্যালারির টিকেট পাওয়া যাবে ৭৫ দিরহামে। আর সর্বোচ্চ ২০০ দিরহামে ভিআইপি বক্সে বসে উপভোগ করা যাবে ম্যাচ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ যথাক্রমে ৯৯১, ২৪৭৫ ও ৬৬১২ টাকা।
আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য একবারেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। শুধুমাত্র আমিরাত সিরিজের জন্য সহ-অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। এদিকে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণার বাকি আরব আমিরাতের।
আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক) ,শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন , তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।