Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক গোলেই অনেক কিছুতে মেসির নাম


২৭ জুন ২০১৮ ১৬:৪৪ | আপডেট: ২৭ জুন ২০১৮ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে গোলখরা কাটিয়েছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল পাননি, ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল পাননি। নিজেদের বাঁচামরার শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোল করেছেন মেসি। আর এই এক গোলেই অনেক কিছুতে নাম লিখিয়েছেন মেসি।

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল হাতছাড়া হয় মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে। অনেক চেষ্টা করেও গ্রুপের প্রথম দুই ম্যাচে অধরা গোল যেন তার কাছে ধরা দিচ্ছিল না। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটের মাথায় কাঙ্খিত গোলটি পান মেসি। আর এই গোলটিই তাকে রাশিয়া বিশ্বকাপে রেখে দিচ্ছে দারুণ এক ইতিহাসের পাতায়।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপে মেসির ফিরে আসাটা হয়েছে রেকর্ডের মধ্য দিয়ে। ২০১৮ বিশ্বকাপের শততম গোলটি যে এসেছে ফুটবল জাদুকরের পা থেকেই। রাশিয়ার মেগা এই টুর্নামেন্টের শততম গোলটি করেন মেসির। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের শততম গোলটি করেছিলেন নেইমার আর ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা করেছিলেন সেবারের শততম গোলটি।

শেষ তিন বিশ্বকাপে শততম গোলের স্বাদ দিয়েছেন তিন ভিন্ন দেশের খেলোয়াড়। কিন্তু একটি জায়গায় তিন খেলোয়াড়ের মধ্যে অসাধারণ এক মিল রয়েছে। তিন জনই বার্সেলোনার খেলোয়াড়! মেসি এখনও খেলছেন বার্সায়, এই মৌসুম শেষে ইনিয়েস্তা ছেড়েছেন বার্সা আর গত মৌসুমে বার্সা ছেড়েছেন নেইমার।

দীর্ঘ ৬৬২ মিনিট পর বিশ্বকাপে গোলের দেখা পান মেসি। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নাইজেরিয়ার বিপক্ষেই জোড়া গোল করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমি-ফাইনাল পেরিয়ে ফাইনালে খেললেও আর কোনো গোল পাননি মেসি। দীর্ঘ ৬৬২ মিনিট পর বিশ্বকাপে আবারও গোল পেলেন তিনি।

এই গোলের ফলে তৃতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন বার্সেলোনার এই তারকা। সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোল হলো ছয়টি। ২০১৮ বিশ্বকাপে এ পর্যন্ত ১০৫টি গোল হয়েছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর