Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত নয়, সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৫:৫৫

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপের সেইফাইনালে উঠেছে বাংলাদেশে। গ্রুপ পর্বের মালদ্বীপের বিপক্ষে প্রথম  ম্যাচে ২-২ গোলে ড্র করে দ্বিতীয় মাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে শেষ চার নিশ্চিত করেছেন বাংলাদেশের যুবারা। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। আগামী ১৬ মে প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। একইদিনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।

যদিও বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নির্ভ করছিল মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলাফলের ওপর। বাংলাদেশকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে মালদ্বীপকে ম্যাচটি জিততে হতো কমপক্ষে চার গোলের ব্যবধানে। কিন্তু সেই ম্যাচ ২-২ ব্যবধানে নিষ্পত্তি হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে স্বাগতিক ভারত। গ্রুপ পর্বে নেপালকে ৪-০ গোলে হারিয়ে হয়েছে গ্রুপ সেটা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট তাদের। এক জয়ে রানার আপ হয়েছে নেপাল। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ‘এ’ গ্রুপের রানার আপ মালদ্বীপ। অরুণাচলের  গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে।

এই টুর্নামেন্টের গত আসরে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে।

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর