‘রোনালদো লাল কার্ড পাওয়ার মতো অপরাধ করেছে’
২৭ জুন ২০১৮ ১৭:১২
।। স্পোর্টস ডেস্ক ।।
সাবেক প্রিয় ছাত্রকে নিয়ে মুখ খুলেছেন কার্লোস কুইরোজ। পর্তুগালে জন্ম নেওয়া এই কোচ এবার রাশিয়ায় গিয়েছেন ইরানের কোচ হিসেবে। ২০১০ সালের বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোরা খেলেছেন এই কুইরোজের অধীনেই। এবার নিজ দেশের বিপক্ষে কুইরোজের ইরানি ছাত্ররা মাঠে নেমেছিল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচের ৮০ মিনিটে কুইরোজের ইরানি ছাত্র মুরতেজা পল্লিগানজির মাথায় রোনালদো কনুই দিয়ে গুঁতো দেওয়ায় হলুদ কার্ড দেখেন। তবে, সেটা সরাসরি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ বলে মনে করেন রোনালদোর সাবেক গুরু।
ফিল্ড রেফারি একাধিকবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির শরণাপন্ন হলেও শেষ পর্যন্ত পর্তুগিজ অধিনায়ককে হলুদ কার্ড দেখিয়ে সাবধান করেন। আর তখন এটা নিয়ে মুখ না খুললেও পর্তুগালের শেষ ষোলো নিশ্চিতের পর মুখ খুলেছেন কুইরোজ। রোনালদোর শাস্তিটা প্রাপ্য ছিল বলেই জানালেন তিনি।
কুইরোজ জানান, কার্ড কিংবা রোনালদোর ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না। কারণ পর্তুগাল আমারও দেশ এবং দেশের একজন খেলোয়াড়ের ব্যাপার এটা। এই দুটি ব্যাপারে কথা বললে আমি জানি যে আমার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যাবে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহযোগিতা নেওয়ার জন্য ম্যাচ বন্ধ ছিল। আমরা দেখেছি যে রোনালদো কনুই দিয়ে আঘাত করেছে। ফুটবলের নিয়মানুযায়ী এই ঘটনায় খেলোয়াড়কে লাল কার্ড দেখানো যায়। কিন্তু, রেফারি তা করেননি। নিয়মে এটি বলা নেই যে খেলোয়াড়টি মেসি বা রোনালদো হলে লাল কার্ড দেওয়া যাবে না।
কুইরোজ আরও যোগ করেন, খেলার অংশ হিসেবে মানবীয় ভুল মেনে নেওয়া যায়। খেলোয়াড়রা ভুল করে, কোচরা ভুল করেন এবং এমনকি রেফারিরাও ভুল করেন। কিন্তু এখন আপনার এমন একটি সিস্টেম আছে, যেটির কারণে আপনার ভাগ্য বদলে যাচ্ছে। উন্নত প্রযুক্তি নিয়ে ভেতরে পাঁচ-ছয়জন বসে আছেন এবং কী ঘটছে? কেউই এর দায়দায়িত্ব নিচ্ছেন না। ব্যাপারটি রাগবি খেলার মতো হওয়া প্রয়োজন। যখনই ভিএআরের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে, তখন রেফারি তাদের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে) সঙ্গে কী বলছেন সেটা শোনা জরুরি। ওখানে কী চলছে, সেটি মানুষের জানা প্রয়োজন। তাই আমার বক্তব্য, মিস্টার ইনফান্তিনো (ফিফা সভাপতি) এবং ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) আপনারা সবাই রাজী হবে যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিস্টেমটি সঠিকভাবে হচ্ছে না।
সারাবাংলা/এমআরপি