হঠাৎ চমকে যাওয়ার মতো একটা খবর! টুর্নামেন্টের শেষ ভাগে এসে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। বিদেশি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটা সর্বোচ্চ দামের রেকর্ড। তবে রেকর্ড দামে দল পেলেও মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা।
পরিবর্তিত সূচিতে আইপিএল শুরু হওয়ার কথা ১৭ মে। দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ মে। এদিকে, সেই সময়ে বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলার কথা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, যার প্রথম ম্যাচ ১৭ মে, দ্বিতীয়টি ১৯ মে।
মোস্তাফিজ কী তবে জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএল খেলবেন? কিন্তু সেক্ষেত্রে তো বিসিবির অনাপত্তিপত্র প্রয়োজন। নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ ক্রিকেটার বিদেশি লিগ খেলতে বোর্ডের অনাপত্তিপত্র প্রয়োজন। কিন্তু বুধবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদনই করেননি মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকেও বিসিবির সঙ্গে আলোচনা করা হয়নি। বিসিবি খবরটি জেনেছে সংবাদমাধ্যমে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস সারাবাংলাকে জানিয়েছেন, ‘মোস্তাফিজ আমাদের কাছে ছাড়পত্র চাননি। তার দলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। ছাড়পত্রের জন্য আবেদন করলে তারপর আমরা বিবেচনা করব।’
বিসিবির কাছে সবশেষ তথ্য অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রাতে দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠছেন মোস্তাফিজ।
সংযু্ক্ত আরব আমিরাত সিরিজের পর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ার সম্ভবনা ২৭ মে। এদিকে, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শেষ তিন ম্যাচ যথাক্রমে- ১৮, ২১ ও ২৪ মে।
জানা গেছে, গতকাল ও আজ এই দুই দিনের আলোচনায় অনেকটা তড়িঘড়ি করে মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত হয়েছে আজ। এদিকে, বিসিবির কাছে অনাপত্তিপত্র চাওয়ার আগেই সমাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এখন মোস্তাফিজ যদি বিসিবির কাছে অনাপত্তিপত্র চায় এবং সেক্ষেত্রে বিসিবি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।