Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে বিদেশি ক্রিকেটাররা ফিরছেন না আইপিএলে

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫ ১৬:৩০

ভারত-পাকিস্তান সংঘাতে এক সপ্তাহ স্থগিত থাকার পর আগামী শনিবার মাঠে গড়াচ্ছে আইপিএল। গত ৯ মে বিসিসিআইয়ের পক্ষ থেকে স্থগিতাদেশ আসার পরই ভারত ছাড়তে শুরু করেন আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। এর মধ্যে দুয়ারে কড়া নাড়ছে আন্তর্জাতিক সূচিও। এই কারণেই নতুন করে শুরু হওয়া আইপিএলে আসছেন না অনেক বিদেশি ক্রিকেটার। এর নেপথ্যে নিরাপত্তা শংকা তো আছেই, যোগ হয়েছে বিশ্রামও।

আগামী ১১ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। মূলত এই ম্যাচকে সামনে রেখেই, জাতীয় দলকে প্রাধান্য দিয়ে দুই দেশের অনেক ক্রিকেটার ফিরছেন না আইপিএলে নিজ দলে।

বিজ্ঞাপন

আগামী শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে ফিরছে আইপিএল। এই ম্যাচে থাকছেন না কলকাতার মঈন আলী, স্পেন্সার জনসন।  আরসিবি শিবিরে যোগ দেননি জশ হ্যাজলউড, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড ও লুঙ্গি এনগিদি।

গুজরাট টাইটান্স মিস করবে জস বাটলার, জেরাল্ড কোটজিয়া ও কাগিসো রাবাদার সার্ভিস। বাটলার নিরাপত্তা ইস্যুতে ফিরতে না চাইলেও রাবাদা-কোটজিয়ার ব্যস্ততা জাতীয় দলকে ঘিরে।

সানরাইজার্স হায়দরাবাদের তিন বিদেশি এশান মালিঙ্গা, কামিন্দু মেন্ডিস এবং উইয়ান মুল্ডার থাকছেন না বাকি অংশে। যদিও প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে গত আসরের রানার আপরা। তবে ফিরছেন তিন বড় নাম, ট্রাভিস হেড, প্যাট কামিন্স ও হাইনরিখ ক্লাসেন।

চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটন ভারত ছেড়েছেন সংঘাত চলাকালীণ, তিনি আর ফিরছেন না। না ফেরার শংকা আছে রাচিন রবীন্দ্রেরও। লখনৌ সুপার জায়ান্টস পাচ্ছে না এইডেন মার্করামকে। মুম্বাই ইন্ডিয়ান্সের সব বিদেশি সাইনিংই ফিরেছে  স্কোয়াডে। কিন্তু রাজস্থান রয়্যালসের কোনো বিদেশি ক্রিকেটারই ফিরছেন না বাকি অংশের জন্য। দিল্লি ক্যাপিটালস বাকি অংশের জন্য পাবে না দুই অজি ক্রিকেটার জেক-ফ্রেসার ম্যাকগার্ক ও মিচেল স্টার্ককে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর